নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

দশা

০৬ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৯


#
আমার চিনেবাদাম দুঃখগুলো
মাঝে মাঝে পথ খুঁজে না পেলে
তসবির দানা নিয়ে বসে

মাপে হাল, হকিকত, বরকত, রহমত...

তারপর ছাগলগুলোকে কাছে ডেকে নিয়ে বলে -
আমি এবার সত্যি সত্যিই অবসর নেব রে

ওরা তখন পা জড়িয়ে ধরে কাঁদে আর বলে -
মা জননী গো, আমরা তো ঘাস কাটতে পারিনা,
শুধু খেতে পারি আর গোল গোল হাগু দিতে পারি

আর কিছু পাতা ভবিষ্যতের জন্যে পাচার করতে পারি,
একদিন কাঁঠাল গাছ যদি আমাদের দখলে না থাকে

এই ভয়ে ।

#
কচ্ছপের পেটের তলায় বেঁধে দিলাম আয়ু

দু'হাজার চল্লিশে দেখা হবে ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


এসব পোষ্ট/কবিতা কি বেঁচে থাকবে, ছাপানো যাবে?

০৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১২

সাইন বোর্ড বলেছেন: মিস্টার চাঁদের গাজী, ভাবনাকে ধরার চেষ্টা করুণ আর প্রকাশ যেটা সহজ মনে হচ্ছে, এটা আমার স্বকীয়তা, যা অর্জণ করতে বছরের পর বছর ব্যায় করতে হয়েছে । আমি আগেও বলেছি, আধুনিক কবিতার ব্যপারে আপনার সাথে কোন রকম তর্কে যাবার ইচ্ছে আমার নেই । ধন্যবাদ ।

২| ০৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৩

নেওয়াজ আলি বলেছেন: সাধারণ লেখা।

০৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৪

সাইন বোর্ড বলেছেন: আমার সব লেখায় সাধারন, এটাও তার ব্যতিক্রম নয় । ধন্যবাদ ।

৩| ০৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার একটা কথা সবসময়েই মনে হয়- লেখকের মন ছুঁতে পারা যে-কোনো পাঠকের জন্যই খুব দুঃসাধ্য একটা কাজ।

আপনার ভাবনাশক্তি ও লেখনি দুটোই এমন পর্যায়ের যে, আমার মতো সাধারণ পাঠকের পক্ষে তা সঠিক ভাবে উদ্ধার করা হয়ত সম্ভব না। লেখা খুব সাবলীল। সাধারণ ভাবেও যে-কোনো একটা অর্থ বের করে নেয়া যায়, তবে, আপনার লেখার বৈশিষ্ট্য, যা আমার কাছে মনে হয়েছে, সমসাময়িক পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা না থাকলে মর্মোদ্ধার করা অসম্ভব।

কচ্ছপের পেটের তলায় আয়ু বেঁধে দিলাম- দেখা হবে দু হাজার চল্লিশে। আপনি হয়ত ভিশন-২০৪১-কে টার্গেট করে থাকবেন। এ দেশের উন্নয়ন তখন কী পরিণতি লাভ করে, আপনি সেটার প্রতি একটা কটাক্ষ করে থাকতে পারেন। আমি ব্যাপারটা এভাবে বুঝেছি। আপনি অন্য কিছুও মিন করে থাকতে পারেন, তবে, আপনার কবিতা থেকে যে আমি একটা (যা ভিন্ন অর্থ হলেও) অর্থ উদ্ধার করতে পেরেছি, এজন্যই হয়ত বলা হয়ে থাকে- কবিতা বহুমাত্রিক।

শুভেচ্ছা রইল। আমার কাছে অনেক ভালো লেগেছে।

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৩

সাইন বোর্ড বলেছেন: আপনি নিজেও যেহেতু একজন আধুনিক কবি, তাই হয়ত উপলব্ধি করতে পারছেন যে, কবিতা কখনো কখনো হতে পারে সময় বা দুঃসময়ের স্বাক্ষী, আমিও হয়ত আমার লেখার মাঝ দিয়ে মাঝে মাঝে সময়কে ধরার চেষ্টা করি । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৪| ০৬ ই মার্চ, ২০২০ রাত ৮:৩২

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: কবিরা বরাবরই যেনো আমার স্পর্শের বাইরে থেকে যান। উপরের ব্যক্তির অনুধাবনমূলক মন্তব্য ছাড়া এ কবিতাও আমার কাছে অর্থহীন মনে হতো! অথচ এ কতো করুণ আবেগমাখা কবিতা।

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৫

সাইন বোর্ড বলেছেন: আপনার অনুধাবন আমাকেও ছুঁয়ে গেল, অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৫| ০৬ ই মার্চ, ২০২০ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: দূরত্ব কোন ব্যাপার না। কোন মেরুতে আছি সেটাই ব্যাপার। সূর্য শীতকালে নিকটে থাকলেও উত্তরগোলার্ধ সবচেয়ে বেশী ঠাণ্ডায় ভোগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.