নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
হিন্দী গানের সাথে নাচছে শতবর্ষ,
কেবল বুকের উঠানামায় বোঝা যায় -
পদ্মা-মেঘনা-যমুনা, ঢেউ এর পর ঢেউ
উথাল-পাথাল...
শীত শেষে এত জল কোথা থেকে যে আসে !
দশ বছর আগেও এক'শ বিশ টাকায় পাওয়া যেত
রোদ-পোড়া মুখ,
মিছিল আর শ্লোগানে পার হত মাইলের পর মাইল । আর
এখন পাঁচ হাজার টাকায় জিরো পয়েন্ট থেকে প্রেসক্লাব
শূন্য রাজপথ, কার সাথে যাবে ?
জলকামান, রাবার বুলেট, হাতকড়া, রিমান্ড, নির্যাতন
নাকি কবজি ডুবিয়ে রসগোল্লার হাড়ি ?
বড্ড নিরীহ তুমি, বরং
আকাশের দিকে তাকিয়ে একটা ঠিকানা খুঁজে নাও,
নাচতে না পারলে দর্শক হতে বাঁধা নেই
শুধু দেখে যাও...
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০২
সাইন বোর্ড বলেছেন: ওটা জাতীয় শ্লোগান, পুরোটাই দিতে হবে । জয় বাংলা !!!
ধন্যবাদ ।
২| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: বোকা। বোকার দল।
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৬
সাইন বোর্ড বলেছেন: বোকা নয়, সাঁতার কাটাকাটি চলছে....
ধন্যবাদ ।
৩| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অসাধারণ !
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৭
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
৪| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৫
মাকার মাহিতা বলেছেন: সত্যিই কি সেলুকাস!
বাংলার জনকের বর্ষ পূর্তিতে হিন্দি ড্যান্স!
তাও আবার উথাল-পাথাল!
ওরা জয় বাংলার আসল মানে বুঝে না?
১২ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৯
সাইন বোর্ড বলেছেন: এভাবেই চলছে দেশ, সবাই নিরব দর্শক । ধন্যবাদ ।
৫| ১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হাইেকােের্টর আদেশ যখন বাধ্য করায়
হৃদেয়র অলিন্দে চেতনার দুর্বলতা করে ভায়াগ্রা সন্ধান
শ্লোগান মুখ থুবরে পড়ে রয় আদর্শহীনতার ভাগারে!
চোলিকা পিছে ক্যায়া হ্যায়
সন্ধানে উৎসাহি চেতনা পথ হারায়
ভিশন টুয়েন্টি টুয়েন্টি - সম্রাট, পাপিয়া, লুটেরাদের সিন্দুকে
সেই ভাল
নাচ ময়ূরী নাচরে-
দর্শক হয়েই থাকি : আগুন না ছোঁয়ার আগ পর্যন্ত!
১২ ই মার্চ, ২০২০ রাত ১০:০২
সাইন বোর্ড বলেছেন: নাচটা কিন্তু আমার কাছে মন্দ লাগেনি, হাজার হলেও শত বর্ষের আয়োজন, ফূর্তি তো একটু থাকবেই । আপনার কবিতা কিন্তু আমাকে মুগ্ধ করেছে । ধন্যবাদ ।
৬| ১২ ই মার্চ, ২০২০ রাত ৯:১৯
সোহানী বলেছেন: গুড গুড দেশ এগিয়ে চলছে হিন্দী গানের সাথে.................
১২ ই মার্চ, ২০২০ রাত ১০:০৫
সাইন বোর্ড বলেছেন: তাতো বটেই, নীরব দর্শকদের শুধু দেখে যাওয়া...। ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৮
নেওয়াজ আলি বলেছেন: ভালো (joy...)