নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
জীবন যখন মৃত্যুর চিন্তায় বিভোর, তখনো
সিদ্ধ হাড়ির তলায় চেয়ে থাকে ক্ষুধা -
যদি সত্যিই এবার বেঁচে যায়, তাহলে
ফ্রিজে জমানো মাছ, মাংস, ডিমে আর কতদিন চলবে ?
এক বস্তা চাউল পারবে কি সুস্থ্য পৃথিবীকে ধরে আনতে ?
তেল, লবণ, আদা, রসুন, পিয়াজ, মরিচের ঝাঝ থেকেও
বের হয়ে আসে মৃত্যুর গন্ধ, তবু
বেঁচে থাকার জন্য খেতে হয় নিরোগ পৃথিবীকে দেখতে...
এভাবে আর কতদিন ?
গেট-এ কলিংবেল বাজতেই অসাড় দু'হাত,
না না তোমাকে কাছে আসতে হবেনা, দূর থেকেই যতটুকু পারি
তাই নিয়েই দ্রুত চলে যাও এখান থেকে ।
করোনা
চৈত্রের খরতাপের চেয়েও বড় উষ্ণতা নিয়ে এসেছে
ক্ষুধা
অভুক্ত শরীরে সারাদিন টো টো ঘুরে ঘুরে
কখনো পুলিশের লাঠির বাড়িতে, কখনো কান ধরে
ওঠবোস করাতে করাতে...
০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১১:১০
সাইন বোর্ড বলেছেন: যদিও কিছু মানুষ ক্ষুধার্থ কিন্তু নিজে থেকেই একটু সচেতন হলে এ মহামারি ভাইরাস থেকে রক্ষা পাব আমরা । এখন সরকার ও ব্যক্তি উদ্যোগে যে সাহায্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার সুষ্ঠু ও নিরাপদ বন্টন দরকার, তাহলে মানুষ এভাবে রাস্তায় বের হবেনা । ধন্যবাদ ।
২| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:২৪
রাজীব নুর বলেছেন: অন্তত মুড়ি খেয়ে হলেও প্রধানমন্ত্রীর নির্দেশিত সময় পর্যন্ত কঠিন লকডাউন মানা উচিত।
০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১১:০৫
সাইন বোর্ড বলেছেন: নিজে থেকে কেউ সচেতন না হলে তাকে মানানো কঠিন । ধন্যবাদ ।
৩| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৬
নেওয়াজ আলি বলেছেন:
০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১১:০৩
সাইন বোর্ড বলেছেন: নিয়ম বদলানো খুব কঠিন, ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৩
ঢাবিয়ান বলেছেন: ভয় হচ্ছে করোনার চাইতে ক্ষুধাই না অধিক মৃত্যূর কারন হয়ে দাঁড়ায়