নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
# তত্ত্ব
নো কিট - নো টেস্ট - নো ভাইরাস ।
এখন সর্দি জ্বরের সিজন চলছে
গলা ব্যথা তো হতেই পারে
আর বুকের ধড়ফড়ানি ?
মানে মৃত্যু ভয়
ফেসবুক বন্ধ করে দিলে
কেউ জানবে না
পৃথিবী অন্ধকার !
সে অন্ধকারে
তুমিও মিশে যেতে পারো
ঘুমে কিংবা নির্ঘুমে
ফলাফলঃ
আমরা সফল
করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে পেরেছি ।
# সরকারী মাল
সুযোগ বার বার আসেনা,
পৌষ মাসের ওয়াজ যেমন করা যায়না চৈত্র মাসে
যদিও চাল ও আটার বরাদ্দে এখন কোন ঘাপলা নাই, তবে
ডিস্ট্রিবিউশনে আছে পাঁচ আঙুলের অসমতা
দু'আঙুল মুড়িয়ে নিলেই ঘর ভর্তি ফযিলত
ব্যাটা সাংবাদিক, তুই কি আমার নির্বাচনের খরচ
যুগিয়েছিলি ?
শালাকে ছিন্তাইকারী বানিয়ে দে
০১ লা এপ্রিল, ২০২০ রাত ৮:৩৪
সাইন বোর্ড বলেছেন: অতি কষ্টে হাসতে নেই, ফুটানির একটা সীমা থাকা উচিৎ ।
২| ০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: হে হে হে---
০১ লা এপ্রিল, ২০২০ রাত ৮:৩৬
সাইন বোর্ড বলেছেন: এটা কি মুচকি, চাপা না অট্রহাসি ?
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৫
নেওয়াজ আলি বলেছেন: