নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

গাধা এবং জঙ্গলের চা-ওয়ালা

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:২৯

# গাধা

আমাদের দেশে গাধার চাষ না হওয়ায় এতদিন জানা ছিল না, গাধাকে জোর করে ঘরে ঢোকাতে হয়, সে নিজে স্বেচ্ছায় ঘরে ঢুকতে চায় না বলে ।

গাধার এই চরিত্র জানার পর এখন দেখছি কিছু মানুষও তাকে অনুসরন করতে শুরু করেছে । পাছার উপর লাঠির বাড়ি দিয়েও তাদেরকে কিছুতেই ঘরে ঢোকানো যাচ্ছে না ।

কথা হলো, ক্ষুধার জন্যে কেউ কেউ মৃত্যুর সাথে মিছিলে সম্পৃক্ত হলেও যারা অমাবস্যার রাতে চাঁদের বুড়ি খুঁজতে রাস্তায় বের হয়, তাদেরকে ঘরে ঢোকাবে কে ?

# জঙ্গলের চা-ওয়ালা

সব খানেই কিছু মানুষ জুটে যায়
যেমন চায়ের সাথে বিস্কুটে, বিস্কুটের সাথে রুটিতে, রুটির সাথে কলাতে, গল্পে, গুজবে...

সবাই কি আর মানে মুড়িঘন্ট সময় ?

পৃথিবী নিরোগ হলে একদিন মুক্তি পাবে ক্ষুধা, দারিদ্র, হতাশা...
কেউ কি নিশ্চিৎ করে বলতে পারে ?
বরং আকাশ ভেংগে পড়ে বাড়তে পারে বেকারত্ব

শুধু শুধু চা-ওয়ালার দোষ দিয়ে লাভ নেই ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:২৪

আহমেদ জী এস বলেছেন: সাইন বোর্ড,




কাউকেই দোষ দিয়ে লাভ নেই, সবাই গাধা......... বুঝবেনা কিছুই!

পৃথিবী নিরোগ হোক। সবাই থাকুক নিরাপদে। একটু "মানুষ" হয়ে হয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার বুদ্ধিটুকু তাদের হোক।

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:০৩

সাইন বোর্ড বলেছেন: ঠিক বলেছেন, এই মুহূর্তে আমাদের সবাইকে একটু মানুষ হয়ে উঠতে হবে । পরিবারের প্রয়োজনে আমার তো রাস্তায় বের হলেই ভিতরটা কেঁপে উঠে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

২| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: উপস্থাপনা অভিনব, কিন্তু ভাবনাটা মৌলিক।

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:০০

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৩| ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,
রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।

পরের পরে কেন এ রোষ,
নিজেরাই যদি শত্রু হস্?
তোদের এ যে নিজেরই দোষ –
আবার তোরা মানুষ হ’।

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

সাইন বোর্ড বলেছেন: প্রকৃত কবি'রা বর্তমান থেকে কমপক্ষে পঞ্চাশ বছর এগিয়ে থাকে । রবীন্দ্রনাথ ঠিকই চিনেছিলেন বাঙালিকে । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৪| ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৮

কালো যাদুকর বলেছেন: আফ্রিকার কয়েকটি দেশে, বাংলাদেশে আর্মি দিয়ে মানুষকে ঘরে রাখা হচ্ছে।

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

সাইন বোর্ড বলেছেন: অথচ নিজ দেশে আমরা দড়িছেঁড়া গরু । অসংখ্য ধন্যবাদ ।

৫| ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: ব্যথা ভুলতেই ব্যথা যদি
তোর বুকে তবে
জেগে উঠুক কষ্টের নদী।

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

সাইন বোর্ড বলেছেন: কষ্টকে ঐশ্বর্যের মতো ভোগ করা যায় ।
-----------শরৎ চন্দ্র ।

৬| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৬

নেওয়াজ আলি বলেছেন:

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

সাইন বোর্ড বলেছেন: প্রথমতঃ আমরা বাঙালি, এত সহজে আমাদের স্বভাব বদলায় না । ভাল থাকুন ।

৭| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:৩০

ক্ষুদ্র খাদেম বলেছেন: "খায়রুল আহসান বলেছেন: উপস্থাপনা অভিনব, কিন্তু ভাবনাটা মৌলিক"
সম্পূর্ণভাবে একমত /:)

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫২

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.