নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

অজ্ঞাত রোগ

০২ রা এপ্রিল, ২০২০ রাত ৯:৩৫


প্রথমে শরীরে বেশ জ্বর ছিল সাথে গলাব্যথা, কাশতে কাশতে শুরু হলো বুকে ব্যথা । তারপর থেকে ঠিকমত শ্বাসও নিতে পারেনা । ছয়টা হাসপাতাল ঘুরে কোন ডাক্তারকে বলতে পারেনি রোগের উপসর্গের কথা, হাসপাতাল থেকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে । আর হট লাইন এত গরম ছিল যে, হাত পুড়ে যাবার ভয়ে ওপাশ থেকে কেউ হয়ত ফোন রিসিভ কারার সাহসই পায়নি ।

সংক্ষিপ্ত এই বিবরনি শোনার পর চেয়ে থাকে উপস্থিত জনতা । এদের মধ্যে থেকে হঠাৎ একজন বলে উঠে, আপনি কোন চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যেই লোক চলে আসবে রক্তের নমুনা সংগ্রহের জন্য, তারপর লাশ দাফন-কাফন নিয়েও আপনাকে আর ভাবতে হবেনা ।

নমুনা সংগ্রহের পর লাশ তো আর বুঝতে পারেনা যে, ও একজন বাঙালি ছিল, এই দেশ তাকে কতটা ধৈন্য করল, জীবিতরাও কেউ জানতে পারেনা রোগীর শরীরে করোনা ভাইরাস ছিল কি না ।

সবাই জানে, ও একটা অজ্ঞাত রোগে মারা গেছে ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:



দেশ যে ক্রমেই এদিকে যাচ্ছে গত ৪৭ বছর, সেটা কি বুঝেছিলেন?

০২ রা এপ্রিল, ২০২০ রাত ৯:৪৫

সাইন বোর্ড বলেছেন: আপনি বয়স্ক মানুষ, অনেক কিছুর স্বাক্ষী, তাই উত্তরটা আপনারই ভাল জানা । অসংখ্য ধন্যবাদ ।

২| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১০:০৯

ঢাবিয়ান বলেছেন: কোন প্রকার চিকিৎসা না পেয়ে মরছে মানুষ। দায় কার?

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫১

সাইন বোর্ড বলেছেন: দায় যার, সে যদি সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তাহলে সামনে আমাদের জন্য ভয়ংকর দিন অপেক্ষা করছে । ভাল থাকুন ।

৩| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে এই এক সমস্যা।

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

সাইন বোর্ড বলেছেন: এই অবস্থা হলে সামনে আমরা আরো ভয়ংকর অবস্থায় পড়ব । ভাল থাকুন ।

৪| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১:১৭

নেওয়াজ আলি বলেছেন: মোহাম্মদ রিপন (৩০) গত ৭ দিনের মত জ্বর,পেট ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে গতকাল দুপুরে মারা যায় ।
ঠিকানা: পিতা- সুজা মিয়া,গ্রাম- পশ্চিম ছনুয়া,ফেনী সদর থানা,ফেনী।
ভয়ে মানুষ দিশেহারা । নুমনা ফেনী হাসপাতাল নিয়ে গেলে বলে করোনা পরীক্ষার কিট নাই। পুলিশ এসে লাশ দাফন করে ফেলে। পরিবার আত্মীয় স্বজন কেউ কাছেও যেতে পারিনি। এবং বলেছে নমুনা চিটাং পাঠিয়েছে পরীক্ষা করতে।

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

সাইন বোর্ড বলেছেন: এরকমটা করে সরকার আসলে মানুষের বিপদ ডেকে আনছে, জানিনা সামনে আমাদের জন্যে কি অপেক্ষা করছে । ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.