নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
পুরো বাংলাদেশ জুড়ে বিশেষ করে ঢাকা শহরে যখন লকডাউন চলছে তখন স্বাভাবিক ভাবেই খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছে মহা সংকটে । তারা না পারছে বাইরে যেতে না পারছে কোন কাজ করতে । সরকারের পক্ষ থেকে এ সমস্ত মানুষকে ত্রাণ দেওয়ার কথা বলা হলেও সেসব ত্রাণ বিভিন্ন রাজনৈতিক ফড়িয়ার হাত ঘুরে কতটুকুই বা পৌছাচ্ছে তাদের হাতে ? ইতোমধ্যে সরকারী ত্রাণ নিয়ে কোন কোন জায়গায় হরিলুটের খবরও যখন পাওয়া যাচ্ছে । এ ক্ষেত্রে ত্রাণ বিতরণ ও মনিটরিং এ সরকার যদি আরো কঠোর হয়, তাহলে এসব লুটেরাদের সাইজ করা অবশ্য কোন ব্যপার না । কিন্তু কথা বলে, রক্ষকই যদি ভক্ষক হয় তখন আর কারোরই কিছু করার থাকেনা ।
যাইহোক, সরকারের এ উদ্যোগের পাশাপাশি কিছু বেসরকারি প্রতিষ্ঠান এবং কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগেও এসব প্রান্তিক আয়ের মানুষদেরকে সাহায্য-সহযোগিতা করার জন্য রাস্তায় নেমেছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে, বিশেষ করে এই দুঃসময়ে যখন রাস্তায় বের হওয়ায়'ই ঝুকিপূর্ণ, সেটা কাউকে সহযোগিতা কিংবা সচেতনতা করার মত যত ছোট কিংবা তুচ্ছ কাজই হোক না কেন । কিন্তু সেটা যদি শুধুই ফটোসেশন করার জন্য হয়ে থাকে, তাহলে তা তার নিম্ন রুচি ও ছোট মানসিকতারই পরিচয় বহন করে; যা অনেক ক্ষেত্রে দান গ্রহীতাকেও লজ্জায় ফেলে । আর এসব ছবি যখন সাড়ম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়ে দাতা এবং তার সাঙ্গ-পাঙ্গরা নিজেদেরকে বিরাট মানবতাবাদি হিসেবে প্রমাণ করার চেষ্টা করে তখন আসলে নিজেরাই তাদের প্রকৃত চেহারার প্রকাশ ঘটায় এবং এটা দেখে সাধারন মানুষেরাও তাদের আসল উদ্দেশ্য ধরে ফেলে ।
এবার চলুন, নিচে আমরা এমন কিছু ছবি দেখি, যেগুলোতে খাজনার চেয়ে বাজনায়'ই বেশি । আর ক্যাপশানগুলো নিজেরাই বসিয়ে নিই ।
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৬
সাইন বোর্ড বলেছেন: এসব ছবি জাতি হিসেবে আমাদেরকে অনেক নিচে নামিয়ে দেয়, দূর্ভাগ্য ! মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৭
চাঁদগাজী বলেছেন:
জাতির বেশীরভাগ মানুষই ইডিয়ট, জাতি কি করে সামনে যাবে? ২টা কলা দিতে ৪ জন লেগেছে!
আপনার অবস্হা এই ধরণের লোকদের চেয়ে তো ভালো হবে, আশাকরি!
০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৩
সাইন বোর্ড বলেছেন: প্রবাদ আছে, ইল্লত (গু) যায় না ধুইলে আর স্বভাব যায় না মরলে । গত রাতে দেখলাম, চোঁদগাজী নামের কোথাকার এক নরাধম আপনার পোষ্টে নেংটু ছবি দিয়ে ভরে দিয়েছে । কথা হলো, একজন বয়োঃবৃদ্ধ মানুষকে কেন এমনটা করবে ? তাই বলি, অন্যকে পড়ার আগে নিজেকে পড়ুন, আর যেসব ব্লগ থেকে প্রত্যাখাত হয়ে এসেছেন, তার কারনটাও সবাইকে জানান ।
৩| ০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৯
মেটালক্সাইড বলেছেন: পোস্টটা দিয়ে বাজনা টাকে রিমিক্স করে দিলেন নাকি? ফাও ছবি ১,৪,৫, ৮,১০ মাস্ক কই মুখে তাও হাসপাতালের ভেতরে। ৮নম্বরে গান্ধীর লগে যেগুলা আছে তাগোর চেহারা বাংগালি কইরা দিলে চালাইয়া দেওন যাইত।
০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৯
সাইন বোর্ড বলেছেন: এরা হয়ত জেনে গেছে, যেহেতু তারা মহান কাজে নেমেছে তাই তাদের মুখে মাস্ক পরার দরকার নাই, কারণ করোনা ভাইরাস তাদের এমনিতেই ছেড়ে দেবে । অসংখ্য ধন্যবাদ ।
৪| ০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এতদিনে অ্যাপ্রোপ্রিয়েট কথাটা খুঁজে পেলাম - খাজনার চেয়ে বাজনা বেশি। এদের মূল উদ্দেশ্য থাকে ফটোসেশন ও প্রচারণা। সেন্সের খুব অভাব।
০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩২
সাইন বোর্ড বলেছেন: এটা একটা গ্রাম্য প্রবাদ, খুব ছোট বেলায় শোনা, মনে হলো প্রবাদটা এখানে খুব মানায় । অসংখ্য ধন্যবাদ ।
৫| ০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩২
সোনালি কাবিন বলেছেন: শিরোনাম যথার্থ।
আর আমু ব্লগে গণদৌড়ানি খাবার আসল কারণ গাজিসাব আমাদের জানাবেন কি?
০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
সাইন বোর্ড বলেছেন: আব্দারটা তো আমারও, দেখা যাক ব্লগের আইনস্টাইন সেটা আমাদের জানান কি না । অসংখ্য ধন্যবাদ ।
৬| ০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: শুধু নিজেকে জাহির করার জন্য মানুষ এই করণাকালেও অস্তির। হায়! বাঙালী........।
০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
সাইন বোর্ড বলেছেন: সত্যিই খুব দুঃজনক, এ সমস্ত মানুষকে বোঝাবে কে ?
ধন্যবাদ, ভাল থাকুন ।
৭| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৩ নম্বরটা লুল
মেয়্টোর হাত ছাড়ছেই না !!
০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৮
সাইন বোর্ড বলেছেন: মেয়েটিকে একটা সাবান দিচ্ছে, কিন্তু ছবি উঠানো শেষ না হলে তাকে ছাড়ে কিভাবে ?
৮| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:২৩
রাজীব নুর বলেছেন: ছবি গুলয় দেখলাম, আর মনে মনে ওদের গালি দিলাম। অকথ্য ভাষায় গালি।
০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৯
সাইন বোর্ড বলেছেন: যে যেভাবে নিজেকে ফোকাস করে আরাম পায় আর কি ।
৯| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:৪৬
নেওয়াজ আলি বলেছেন:
০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫০
সাইন বোর্ড বলেছেন: এদেরকে বোঝানো যাবেনা ।
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অসহায়কে নিয়ে হাসাহাসি করলে সর্বনাশ হয়ে, এবং হয়তো শুরু হয়েছে।
একটা কলা দিয়ে ছবি তুলা হচ্ছে। ছবি দেখে সত্যি ঘেণ্ণা হয়,