নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
বিষন্নতাও এখন কোয়ারেন্টাইন
জানালার গ্রিলে বন্দী ভাবনা ।
অথচ দুইদিন আগে
এক পশলা বৃষ্টি
রুক্ষ প্রকৃতিকে দিয়েছে তৃষ্ণার জল
আমি একবারও ময়ূর হতে পারিনি
ইট, পাথরের এই জঞ্জাল পেরিয়ে
যেতে পারিনি
দূরে
সবুজ ঘাসের উপর
হেঁটে হেঁটে একাকি
কেউ যেন আকাশেরও
একটা সীমারেখা টেনে দিয়েছে
কোভিড নাইন্টিন
মানুষ তার মানবিকতা হারিয়েছে কবেই
প্রকৃতি কেন বসে থাকবে ?
বরং তুমি আরো দূরে থাকো
মানুষ থেকে মানুষে
বন্দী, একদম একাকি...
০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৬
সাইন বোর্ড বলেছেন: এখন সেখানের অনেকেই মৃত্যুর প্রহর গুনছে...
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৮:৫৫
রাজীব নুর বলেছেন: আগে স্বপ্ন দেখলাম USA সেটেল্ড হবো