নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

করোনা খিচুড়ি

০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২২


রেমিটেন্স যোদ্ধাদের আগে ছিল কিছু রাজপুত্র
পাচার হওয়া টাকায় যাদের নরম তুলতুলে শরীর
আলিশান লাইফ-স্টাইলে যারা বেগবান ঘোড়া, আর
কিছু নবাবজাদি, যারা আব্বি থেকে সবেমাত্র
ড্যাডি ড্যাডি বলে দৌড়ে এসে জড়িয়ে ধরতে শিখেছে

তাদের জন্যেই এত অর্জণ, খাপ খোলা তলোয়ার হাতে
বার বছরের রণকৌশল, যুদ্ধ, কচুকাটা...
তোমাদের জীবন তো আর বিপন্ন হতে দেওয়া যায় না
বিদেশ-বিভূঁই-এ

অতএব, এখনি চলে এসো মাম্মি, সোনার চাঁদ !

তারপরই বানের জলের মতো ঢুকে পড়ল রেমিটেন্স যোদ্ধা,
শুরু হলো আঙুলের দাগে আঙুল রেখে ভাইরাস গুণা,
সংখ্যাকে লকডাউন করে হঠাৎ বেড়ে গেল
জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট...

এবং অবশেষে নাম দেওয়া হলো তার অজ্ঞাত রোগ

এরপর লকডাউনে কি আর ঢাকায় থাকবে মানুষ ?
বাস, ট্রেন, লঞ্চে তখন অনেকেই বাদুড় ঝোলা;
মধ্য গগনে চাঁদ রেখে শুরু হলো নতুন চাঁদের লম্বা ঈদ
রমরমা গ্রাম

কয়দিন না যেতেই আবার গার্মেন্টস খোলো,
কোয়ারেন্টাইন হবে এবার
লঞ্চঘাটে, বাসস্ট্যান্ডে, রেল ষ্টেশনে, রাজপথে...

তারপর ওখানেই রান্না হবে করোনা খিচুড়ি, ঘোটা ঘোটা !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৫

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার উপস্থাপন ।

০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১২

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

২| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি জন্মের প্রারম্ভেই। প্রতিটি জীবকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়। ফেরাউন চিরঞ্জীব হয়নি। মরিয়মের পুত্র ঈসাও নন। হিটলারও নন। এমনকি মালাকুল মউত। হয়তো আমার স্থান হবে না মদীনার জান্নাতুল বাকীতে, অথবা মক্কার জান্নাতুল মুয়াল্লায় অথবা ইরাকের ওয়াদি আল সালামে। স্থান হবে সেথায়, যেখায় সৃষ্টিকর্তা ন্যস্ত রেখেছেন।

০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১১

সাইন বোর্ড বলেছেন: খুব ভাল উপলব্ধি, জন্মিলে মরিতে হবে, চিরন্তন সত্য কথা । তবু আমাদের বাঁচার আকুতি থাকে, যতক্ষণ বেঁচে আছি । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.