নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

অনিশ্চিৎ

০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৮


মরা
তার উপর খাড়া ঘা,
তিন ঘন্টার পথ হেঁটে আসল
তিন দিনে ।
চাল, ডাল, আটা, তেলের কথা ভাবতে ভাবতে
যাদের ঘুম ভাঙ্গে
তার
পকেট থেকে লুট করে নেওয়া হলো
সাড়ে তিন হাজার টাকা

তারপর শরীরের সব ক্যালরি ক্ষয় করে এসে
দেখল -
উন্মাদের তালা দেওয়া গেট,
যে তার লকলকে জিহবা দিয়ে
প্রতিনিয়ত চিবিয়ে খায়
মানবতা

সেও কি না আজ পরাস্ত হলো কোভিড নাইনটিন-এ ?

রাত গভীর হওয়ার সাথে সাথে
বাড়ে
ঢাকাকে সীলগালা করে দেওয়ার খবর,
গ্রামগুলো ছবি হতে হতে
এক সময় হারিয়ে যায় গভীর ঘুমে

কেউ জানেনা, ফোস্কা পড়া এই পা নিয়ে
আরো অনেকের মত সে এখন কোথায় যাবে !


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২০

মিরোরডডল বলেছেন: এমন একটা জীবনের স্বপ্ন দেখি , যখন আমাদের দেশের এই বর্তমান সিস্টেমটাকে ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে আর এই মানুষগুলোকে সত্যিকার অর্থেই মানুষ হিসেবে মুল্যায়ন করা হবে ।
জানিনা সেটা কবে হবে !!!

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৮

সাইন বোর্ড বলেছেন: নতুন পৃথিবী একটা পরিবর্তন নিয়ে আসুক, জেগে উঠুক মানবতা, মানুষে মানুষে সব ভেদাভেদ । ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।

২| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৭

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার উপস্থাপন ।

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৮

সাইন বোর্ড বলেছেন: ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।

৩| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: অনিশ্চিয়তা কেটে যাবে।

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৮

সাইন বোর্ড বলেছেন: ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.