নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
#
অবশেষে সহজ হলো মৃত্যু,
যারা সত্যকে সংখ্যায় না দেখিয়ে
দিনের আলো দিয়ে মুছে দিতে চেয়েছিল
রাতের অন্ধকার, তারা এখন
অমাবস্যাকেও চিনতে শুরু করেছে; আর
হাতের কাছে কোন শাক না পেয়ে
মাছগুলোকেও আগের মত ঢাকতে পারছে না
সবার হাতেই এবার একটা ধামা চলে এসেছে
গোপনে
তাই কাউকেই আর চাপা দেওয়া যাচ্ছে না ।
#
গতকালও ছিল আঠারো
আজ তা পয়ত্রিশ
এরমধ্যে জান্নাতবাসী
এক থেকে বেড়ে চার
আগামিকাল সূর্য উঠবে তো ?
০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১১
সাইন বোর্ড বলেছেন: সেটাই মনে হচ্ছে এখন, জানিনা এর শেষ কোথায় ! ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।
২| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: মাছটা তো বিশাল শাকের করূন হাল।
০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৩
সাইন বোর্ড বলেছেন: শুধু শাক নয়, এখন আর কোন কিছু দিয়েই ঢেকে রাখা যাবেনা । ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।
৩| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৮
নেওয়াজ আলি বলেছেন: হয়তো আজই শেষদিন
০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৩
সাইন বোর্ড বলেছেন: ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।
৪| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: আহারে---
০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৪
সাইন বোর্ড বলেছেন: ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৫
রাফা বলেছেন: কারো কারো জিবনের সূর্য আর হয়‘তো উঠবেইনা।
কিন্তু প্রকৃতি তার কাজ অব্যাহত রাখবে এটুকুই শুধু জানা।