নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
অনেক বছর আগে, যে ভাইরাসটি বাংলাদেশে
টিকতে না পেরে
একদিন চলে গিয়েছিল প্রবাসে,
যার কথা মানুষ প্রায় ভুলেই গিয়েছিল
তাকে সম্প্রতি পাওয়া গেছে
গাবতলী বাসস্ট্যান্ডে, রাত ৩.৪৫-এ
হঠাৎ এই দুঃসময়ে, কেন তার আগমন, কি উদ্দেশ্য
কোন পথ দিয়ে সে এলো, কে আনলো
বুড়ো দাঁতে এখনো বিষ আছে কি না
এসব প্রশ্নের উত্তর খোঁজা আপাতত অর্থহীন
কারণ তার জন্যে আগে থেকেই তৈরী ছিল
একটা ফাঁসির মঞ্চ
এখন গলাটা বাড়িয়ে দিলেই
ঘচাং
এমনিতেই করোনাভাইরাসের টেনশনে ঘুম আসছে না ।
০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৩
সাইন বোর্ড বলেছেন: হয়ত আপনার কথাই ঠিক, কারণ এই সময়ে তার প্রতি মানুষের ঘৃণা প্রকাশের সুযোগও কম । সবাই এখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত ।
২| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩০
রাজীব নুর বলেছেন: দুষ্টলোক।
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩২
সাইন বোর্ড বলেছেন: এতদিন পালিয়েছিল ।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৬
অনল চৌধুরী বলেছেন: এতোদিন যখন পালিয়ে ছিলো,এখনো পালিয়ে থাকতে পারতো।
কিন্ত নরকের আগুনে জ্বলার কষ্ট কিছুটা যেনো কম হয়,এজন্যই নিজে ধরা দিয়ে ফাসীতে ঝুলতে যাচ্ছে।