নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
কয়দিন আগেও যে ছিল গলাকাটা,
পাড়া, মহল্লা, অলি, গলি, চিঁপা-চাঁপায় বসে থাকত
মুখ গম্ভির করে
চোখে ভারী চশমার ফ্রেম এঁটে ।
আর দালাল, ফড়িয়ারা রুগি ধরে আনত
মানুষের হাতে, পায়ে ধরে;
উনি কোন মন্ত্র ছাড়াই জবেহ করত
দাওয়ের নামে
সকালে, দুপুরে, বিকেলে, রাতে...
একই দিনে এখানে, ওখানে, সেখানে
বলা যায় ভীষণ ব্যস্ত দিন পার করত সে
মানুষের খেদমতে
অথচ শিক্ষা যার পাঠ্য বইয়ের শেষ পৃষ্ঠা,
তারপর থেকে আর খোঁজ রাখেনি পৃথিবীর
কমিশন পায়, তাই টেস্ট দেয়
ওষুধের নাম জানে, তাই প্রেসক্রিপ্শন দেয়;
টাকা তো আসছে, আসুক না, দিন যত যায়...
এসব ডাক্তারদের এখন আর কোন খোঁজ নাই
তারা মরে গেছে না বেঁচে আছে
কেউ কিছু বলতে পারেনা, তবে
করোনা জানে তাদের বাসার ঠিকানা
একদিন হয়ত ঠিক ঠিক পৌছে যাবে তার ঘরেও
তার মানবিক খেদমতে ।
১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২১
সাইন বোর্ড বলেছেন: কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না, কারণ তারাই ভাল জানে, কিভাবে নিজেকে বাঁচিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করা যায় । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২২
আলআমিন১২৩ বলেছেন: সকল ডাক্তারের বেলায় এ ধরনের হালকা মতামত খাটেনা।
১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৭
সাইন বোর্ড বলেছেন: অবশ্যই ভাল ডাক্তার এখনো আছে, যারা অর্থের চেয়ে মানুষের সেবা করাটাকেই প্র্যাধান্য দেয়, কিন্তু তাদের সংখ্যা খুবই নগন্য । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৮
নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক উপস্থাপন
১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫০
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: চমতকার কবিতা।
১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫০
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৫| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: তারা এখন হোমকোয়ারান্টাইনে।
আর যাদের ঘরে বসে নিরাপত্তা বেষ্টনী গড়া উচিত। তাদের অনেকের ঘরে মন টেকে না। করোনার আপ্যায়নে ব্যস্ত।
১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৯
সাইন বোর্ড বলেছেন: কারেক্ট বলেছেন, এই হচ্ছে বাস্তব অবস্থা । ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৭
বিষাদ সময় বলেছেন: আপনার মত এই আক্ষেপ এখন সারা দেশবাসীর। ডাক্তাররা সবাই সেল্ফ কোয়ারেনটাইনে.....