নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

করোনা যাদের কাছে আশীর্বাদ হয়ে এসেছে

১০ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২০


তুমি মানবিক হওয়ার পর
কম্বলের তলা থেকে বের হয়ে আসে
তিন'শ পনের জন চালচোর, যারা
টাকা দিয়ে নমিনেশন কিনেছিল
ফকফকা জনপ্রতিনিধি ।
বোঝা যায়, এতদিন তাদেরও দুঃখ ছিল

সাত সমুদ্র তের নদী পার

একই দেশে আর কতই বা থাকা যায়,একই বাড়ি ?
ভাল্লাগেনা
পাংটুর গন্ডার মুখ থেকেও যখন বের হয়
তেলতেলে সুবাস !
এই আমি কেন একলা হবো চৈত্রের খরা, আর
বর্ষায় উপচে পড়া জল, ডুবা, নালা...

করোনা এবার করুণা করেছে
বস্তা বস্তা চাল, ট্রাকে করে পাচার;
এসব আশীর্বাদ আর আশীর্বাদ

কে তুমি টিকটক বানাও, ক্রস ফায়ারের দেখাও ভয় ?
জানোনা, লগ্নীকৃত টাকা ওসুল করতে হবে

সুদসহ আসল এবং লাভটাও ।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

সাইদুল কবির বলেছেন: এই সময়ে শিক্ষার্থীদের যেন লেখাপড়ার ক্ষতি না হয় তািই ঘরে বসে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য আমাদের স্কুল Best Coaching Center In Mymensingh অনলাইন ক্লাস শুরু করেছে। নিচের লিংকে ক্লিক করে আপনিও যুক্ত হতে পারেন লাইভ ক্লাসে https://bit.ly/3c2kUb2

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৯

সাইন বোর্ড বলেছেন: ইনফরমেশনের জন্য ধন্যবাদ ।

২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ভাই, লাভে আসলে উসুল করতে না পারলে রাজনীতির জীবনই যে বৃথা।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৮

সাইন বোর্ড বলেছেন: তাইতো এ দূর্যোগেও তারা সুযোগ হাত ছাড়া করতে চায় না । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৬

uzzalhosain বলেছেন: করোনা চোরদের জন্য আর্শীবাদ আর মধ্যবিত্তদের জন্য কান্নার হাহাকার

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৮

সাইন বোর্ড বলেছেন: চোর যদি মনে করে থাকে, তাকে করোনা ধরবে না, তাহলে সে বোকার স্বর্গে বাস করছে । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: এখনো দাঁড়িয়ে আছি, এ আমার এক ধরনের অহংকার।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৬

সাইন বোর্ড বলেছেন: এ অহংকারটুকু খুবই দরকার । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১০

পদ্মপুকুর বলেছেন: কোনো লাইনের সাথে কোনো লাইন মিল পাইলাম না, সুতরাং এটা কবিতা কিনা তাও বুঝলাম না, তবে স্যার, জব্বর হইছে। এক্কেবারে ঝাঁঝালো। করোনার পরে নতুন বাংলাদেশে এটাই হবে আমার শ্লোগান।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৪

সাইন বোর্ড বলেছেন: জানা মতে, আমার লেখা সম্ভবতঃ এর আগেও আপনি পড়েছেন এবং মন্তব্যও করেছেন, সেগুলোও অনেকটা এরকমই ছিল, বলতে পারেন এটা একান্তই আমার লেখার ধরণ এবং এর মধ্যেও একটা ছন্দ আছে, তবে সেটা ব্যকরণের বাইরে । কবিতায় লাইন বাই লাইন মিল থাকতে হবে, এটা একেবারেই পুরানো ধারণা, যদিও এখনো অনেকেই এ ধারাতে লিখে । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২০

নাসরীন খান বলেছেন: জাতীয় পরিচয় পত্র ইহা।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৫

সাইন বোর্ড বলেছেন: তাই বুঝি ? পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৭| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: মানুষ খেতে পায়না আর তারা ত্রাণের টাকা চুরি করে ।
এরা দেশের শত্রু যথার্থ ই রাজাকার।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৭

সাইন বোর্ড বলেছেন: এরা তো মুক্তিযোদ্ধা, রাজাকারের সার্টিফিকেট বানানোর ফ্যাক্টরী, তাই এদের জন্য সব কিছুই জায়েজ আছে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৮| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৮

নেওয়াজ আলি বলেছেন:

১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:০৪

সাইন বোর্ড বলেছেন: চোর যদি উপদেশ দিয়ে বলে, তোমরা চুরি করোনা, চোর কি শুনবে ? লালনের ভাষায়, এসব দেখি চোরের হাটবাজার । ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।

৯| ১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৮

পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: জানা মতে, আমার লেখা সম্ভবতঃ এর আগেও আপনি পড়েছেন এবং মন্তব্যও করেছেন, সেগুলোও অনেকটা এরকমই ছিল, বলতে পারেন এটা একান্তই আমার লেখার ধরণ এবং এর মধ্যেও একটা ছন্দ আছে, তবে সেটা ব্যকরণের বাইরে । কবিতায় লাইন বাই লাইন মিল থাকতে হবে, এটা একেবারেই পুরানো ধারণা, যদিও এখনো অনেকেই এ ধারাতে লিখে । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

আমার মন্তব্যে আমি হয়তো বোঝাতে পারিনি যে আপনার এই পোস্ট আমার ভালো লেগেছে। পোস্টের প্রথম প্লাসটাও আমারই দেয়া। বিষয়টা হলো, আমি কবিতা বুঝি না, তাই কবিতার পোস্ট খুব একটা পড়ি না। কিন্তু এখানে স্লোগানের মত করে সময়োপযোগী যে কথাগুলো এখানে বলেছেন সেটা আমার ভালো লেগেছে। এখন এটা কবিতা হলো কি না, সেটা শক্তিমান ব্লগার সেলিম আনোয়ার বা অন্য যারা কবিতা বোঝেন তাদের বিষয়।

আমার ভালোলাগা আমি জানিয়েছি, অন্য কিছু নয়। ভালো থাকবেন, শুভ ব্লগিং।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৮

সাইন বোর্ড বলেছেন: আমার মনে হয় আপনি আমার কথাতে মন খারাপ করেছেন, আমিও কিন্তু খুব সাধারনভাবেই বলেছি । হ্যাঁ, আপনার মন্তব্য থেকেই বুঝেছি যে, লেখাটা আপনার ভাল লেগেছে । আশা করি ভুল বুঝবেন না, শুভ কামনা রইল ।

১০| ১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আমগাছে আম হয়
জামগাছে জাম
চোরের দলে চোরই হয়
নেই তাতে বদনাম। B-) :P =p~


১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৯

সাইন বোর্ড বলেছেন: ১০০% কারেক্ট । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.