নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
রাস্তায় বের হয়েছিলাম বলে এখনো পিঠে ও পাছায় কালচে দাগ ।
লজ্জায় কাউকে দেখাতে পারিনি
সেদিনও পেটে ক্ষুধা ছিল, তাই রিক্সার প্যাডেলে চাপ দিয়ে
এগিয়ে গেছি তিন রাস্তার মোড় ।
এখন সুমনও জানে, তার মালিক বড্ড হিসেবি মানুষ
লকডাউনের পর কতজন কর্মচারী ছাঁটাই করতে হবে
তার তালিকাটাও ইতোমধ্যে করে ফেলেছে সে
ভিক্ষুকের পা দু'টো তবু হেঁটে চলে ফাকা রাস্তায়
ফেরিওয়ালা মাছ নিয়ে ঘোরে বাড়ি বাড়ি,
কিছু ভন্ড মানবসেবি ফটোসেশন করেই যায়
দুটি কলা, একটা সাবান, একটা মাস্ক আর
আধা কেজি চাল দেখিয়ে, মেকি দয়ায়
তারপরও মহামারি থেমে থাকেনা
পয়ত্রিশ থেকে একচল্লিশ, একচল্লিশ থেকে চুয়ান্ন,
চুয়ান্ন থেকে এক'শ বারো ।
বাড়তি লাশগুলো হয়ে যায় শুধু করোনা উপসর্গ,
কেউ তাকে ধরেনা, ছুঁয়ে দ্যাখেনা; পড়ে থাকে
হাসপাতালে, বারান্দায়, বাড়ির বাহিরে, রাস্তায়
এসব দেখেও যে ছেলে এখনো রাস্তায় ঘোরে
ফুক ফুক করে সিগরেট টানে, ধোঁয়া ছাড়ে
চায়ের দোকান গরম করে কিছু বলদায়
আমি জানি, এরাও একদিন তালাবদ্ধ হবে
নিজের ঘরে, একদম স্বেচ্ছায় ।
১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৬
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।
২| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৬
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।
৩| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৮
Rajibrpsoft বলেছেন: সহজ সরল কথার সুন্দর উপস্তাপন
১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৫
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫২
নেওয়াজ আলি বলেছেন: সকল প্রসংশা একমাত্র বিধাতার