নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
খনিজ তেলের মতো করোনাও যদি হত
বিনা শ্রমের আরেকটি অনবদ্য ফসল, তাহলে
এগার নম্বর বিবির পর করা যেত
আরো একটা শাদী-মোবারক
প্রাসাদ ষড়যন্ত্র না হয় আপাতত মূলতবী থাকত
তারপর মুম্বাই, থাইল্যান্ড, আমেরিকা ঘুরে
শরীরটাকে চাঙ্গা করে নেওয়া যেত
করোনা স্যুপে
তা না হয়ে করোনা এখন আক্রান্ত,
লাল গালিচায় সরাবের পাত্রে
এক'শ পঞ্চাশের নতুন চক্রান্ত
মরুভূমির বালিঝড়ে যেন অন্ধকার দু'চোখ !
আহারে আয়েশি জীবন,
কাছাকাছি রক্ষিতা রাখতেও ভয় হয় !
১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৫
সাইন বোর্ড বলেছেন: তারপরও যদি পৃথিবীর এইসব বিবেকহীন আয়েশি মানুষগুলো কোনদিন মানুষ হয় ।
২| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৭
ঢাবিয়ান বলেছেন: কেউই এখন আর নিরাপদ নয়। সকল মানুষ আজ একই কাতারে এসে দারিয়েছে
১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪২
সাইন বোর্ড বলেছেন: তাতো বটেই, করোনা কাউকেই ছাড়ছে না, ছাড়বে না । এরপর আমরা একটা নতুন পৃথিবী আশা করতেই পারি ।
৩| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৬
সোনালি কাবিন বলেছেন:
১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৯
সাইন বোর্ড বলেছেন:
৪| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তারপরও যদি পৃথিবীর এইসব বিবেকহীন আয়েশি মানুষগুলো কোনদিন মানুষ হয় ।
এই রাজপরিবার ধ্বংস হলে সউদির জন্য আশীর্বাদ হবে।
১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫১
সাইন বোর্ড বলেছেন: সেটাও কোন কথা না, প্রথমত রাজতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে, জণগনকে মত প্রকাশের অধিকার দিতে হবে ।
৫| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩১
হাসান কালবৈশাখী বলেছেন:
ইরানে নেতারা আক্রান্ত হয়ে আইসিইউতে এলে সাধারন রোগিদের আইসিইউ থেকে নামিয়ে মেঝে তে ফেলে রাখা হয়েছিল।
১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৪
সাইন বোর্ড বলেছেন: তারপরও কিন্তু এদের কয়েকজন বাঁচতে পারেনি, মৃত্যু ঠিকই তাদেরকে চিনে ফেলেছে ।
৬| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বদমাশগুলোর লেজ এখনো সোজা হয় নি বলেই মনে হয় | করোনা নিয়ে মানবসভ্যতার এই দুর্যোগকালে সৌদি হারামখোররা রাশিয়ার সাথে জ্বালানি তেল নিয়ে গেম খেলছে | তেলের দাম অস্বাভাবিক পড়ে গিয়ে অর্থনীতির চরম বারোটা বাজিয়ে ফেলেছে |
১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৬
সাইন বোর্ড বলেছেন: এ সমস্ত অমানুষগুলো কোনদিনই মানুষ হবেনা, এরা পৃথিবীর জঞ্জাল ।
৭| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ২:০৮
নেওয়াজ আলি বলেছেন: খুবই ভালো ।
১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৭
সাইন বোর্ড বলেছেন:
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: করোনা বিশ্ব সংসার তছনছ করে দিচ্ছে।