নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
#
চলে যাওয়া দিনের জন্যে এখন আর কোন আফছোস নেই
বরং একটা প্রশান্তি আছে
আহা, কী চমৎকারভাবে পার করলাম দিনটি !
কোন জ্বর নেই, কাশি নেই, গলাব্যথা নেই, শ্বাসকষ্ট নেই;
তার মানে এখনো বেঁচে আছি আমি
সিঁড়ির মুখে দাঁড়ালে এখনো সূর্যের আলো এসে গায়ে লাগে
এখনো স্পর্শ পাই ভালোবাসার, স্বপ্ন দেখি তোমাকে নিয়ে
একদিন পৃথিবীও নিশ্চয় ঘুরে দাঁড়াবে ।
#
এ এক ভয়ংকর মৃত্যুর দিন, কেউ কাউকে স্পর্শ করতে চায় না
লাশ দেখে প্রিয় মানুষও আজ দূর দিয়ে হেঁটে যায়
একদিন মৃত্যু সংবাদটাও হয়ত কেউ আর শুনতে চাইবে না
অসুস্থ্য পৃথিবীতে সবাই তবু বেঁচে থাকতে চায়
অনেকটা স্বার্থপরের মত, হৃদয়হীনভাবে
১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৯
সাইন বোর্ড বলেছেন: শুভ সকাল । ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।
২| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৪
নেওয়াজ আলি বলেছেন: অনন্য লেখা। শুভেচ্ছা । দোয়া করবেন।
১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২২
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।
৩| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৩
সাকলায়েন শামিম বলেছেন: ভালো সময়ের অপেক্ষায়। সবার আসা পূর্ণ হক।
১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২৩
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১১
রাজীব নুর বলেছেন: চমৎকার।