নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

যে বাঘ নিজেই খাঁচায় এসে ধরা দিয়েছিল মরতে

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১৪


অনেক দিন থেকেই ব্যর্থ শিকারী তার অভিযানে, তার কৌশলে, জাল বিস্তারে; কিন্তু বক্তব্য, বিবৃতিতে সে মোটেই ব্যর্থ ছিল না । সুযোগ পেলেই বিশেষ করে বছরের নির্দিষ্ট কয়েকটা দিনে তা আরো বেড়ে যেত । তখন মনে হত আদিম শিকারীদের মতো সে বুঝি এখনি তীর, ধনুক, ফলা নিয়ে ঝাপিয়ে পড়বে শিকারে । যদিও সবাই জানত, ওটা ছিল তার নিজেকে জানান দেওয়ার একটা কৌশল, ফাকা হুংকার ।

অবশেষে বাঘ শিকারীর এই দূরাবস্থা দেখে অনেকটা দয়া পরবশ হয়ে নিজেই একদিন খাঁচায় এসে ধরা দিল মরতে । এ ছাড়া হতে পারে বহু বছর পর বাঘের মধ্যে অপরাধ প্রবনতাও কাজ করছিল, তাই সে পৃথিবীর প্রতি ত্যাক্ত-বিরক্ত হয়ে স্বেচ্ছায় ধরা দিল । তারপর শিকারী মওকা বুঝে শুরু করল ঢাক, ঢোল পেটাতে, কারণ সে এবার সফল হয়েছে বাঘ শিকারে । সাথে সাথে সে আরো ঘোষণা দিল, বাকী বাঘগুলোকেও শীঘ্রই ধরে আনার ব্যবস্থা করবে ।

এরপর শুরু হলো কিছু বানরের লাফালাফি, যারা এতিদন সেভাবে নাচার সুযোগ পেয়েছিল না, তারা নাচতে শুরু করল অন্যদের দৃষ্টি আকর্ষনের জন্য । কারণ এরা জানে, সকলের অগোচরে নেচে কোন কাজ হয় না, কিছু পেতে হলে সবাইকে দেখিয়ে নাচতে হয় । এরমধ্যে কয়েকটা মুরুব্বি গোছের বানর অভিযোগ করল, বাঘকে মাটিচাপা দেওয়ার আগে তার গায়ের চামড়া কেন ছিলে তুলে নেওয়া হলো না ? তাহলে আজ আমরা ডুগডুগি বানিয়ে সবাই বাজাতে পারতাম ।

বেচারা বাঘ মরে গিয়ে এসব কিছুই বুঝতে পারল না; তবে সে অনুভব করল, দূরে কিছু শেয়াল মাটি খুঁড়ে বেশ কিছু চাউলের বস্তা টেনে বের করার চেষ্টা করছে, তার মনে হলো এসব শেয়াল মনে হয় বহুদিন অভুক্ত অবস্থায় ছিল, তাই চাউল নিয়েও তারা টানাটানি করছে ।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২৭

বিজন রয় বলেছেন: ভাল আছেন নিশ্চয়ই!!

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৪

সাইন বোর্ড বলেছেন: ঘরবন্ধী জীবন, সবার মতো আমিও ভাল থাকার চেষ্টা করছি, আপনিও নিশ্চয় ভাল আছেন, অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম ।

২| ১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৮

বিজন রয় বলেছেন: হ্যাঁ, অনেক দিন পর ব্লগে মন্তব্য করলাম, এবং সেটা আপনাকে দিয়েই শুরু।

৩| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৭

নেওয়াজ আলি বলেছেন: সরকারী ত্রাণ জনগণ পাচ্ছে না । মানুষও মরবে।

১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩১

সাইন বোর্ড বলেছেন: কোন দলীয় লোক দিয়ে সুষ্ঠু বন্টন কখনোই হবেনা । নববর্ষের শুভেচ্ছা রইল, ভাল থাকুন নিরন্তর ।

৪| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: আমাদের দেশটা খুব বেশি দরিদ্র। এই দেশের বেশির ভাগ মানূষ দরিদ্র।

১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩২

সাইন বোর্ড বলেছেন: চাল চোররা কিন্তু এটা মনে করেনা, তাদের আরো অনেক বেশি ক্ষুধা । নববর্ষের শুভেচ্ছা রইল, ভাল থাকুন নিরন্তর ।

৫| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৯

করুণাধারা বলেছেন: নিজে থেকে কেউ মরতে আসে? কি যে বলেন!!

১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫২

সাইন বোর্ড বলেছেন: গতকাল একটা নিউজ পড়ে সেরকমটাই মনে হলো, কারণ এত বছর পর সে কেন আসবে ? সে যখন জানতই যে, ওখানে গেলেই তার মৃত্যু অবধারিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.