নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
এই দুঃসময়ে ভাল থাকতে পারাটা খুব কঠিন, তবু কেউ যখন জানতে চায়,আপনি কেমন আছেন, তখন সৌজন্যতার খাতিরে হলেও বলতে হয়, এই তো বেশ ভাল আছি । আসলেই কি আমি বা আমরা সবাই ভাল আছি ?
আজ দেশে শুধু টেস্ট করা রোগীর মধ্যে ১৮২ জন আক্রান্ত হয়েছে, যা গতকাল ছিল ১৩৯ । গতকালের মত আজও মারা গেছে পাঁচ জন । এ সংখ্যা যদি প্রতিদিনই এভাবে বাড়তে থাকে তাহলে মানুষ আর কতদিনই বা ঘরের মধ্যে বন্দী থাকবে ? কারণ শুধু বন্ধী জীবনই তো শেষ কথা নয়, এর সাথে আছে বেঁচে থাকার জন্যে খাদ্য সামগ্রী । সরকার হয়ত সাধ্য অনুযায়ী শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে, যতটুকু সম্ভব মানুষকে সহায়তা করার । কিন্তু সেই সহায়তার সঠিক বন্টন যদি মানুষের মধ্যে না হয়, তাহলে অসন্তষ বাড়বে এবং একটা পর্যায়ে হয়ত বড় ধরণের বিশৃঙ্খলাও হতে পারে । তাই সরকারী ত্রাণ বন্টনে মাঠ পর্যায়ের ঐ সমস্ত নেতা, পাতিনেতাদের এখনই কঠোর হাতে প্রতিহত করতে হবে ।
আগামীকাল ১লা বৈশাখ, বাংলা নববর্ষ । বছরের দুটি ঈদের মত বাংলা নববর্ষও প্রতি বছর বাঙালির জীবনে বাড়তি আনন্দ নিয়ে আসে । দেশের বেশ কিছু বড়, মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বাংলা নববর্ষকে সামনে রেখে তাদের ব্যবসার পরিকল্পনা মাথায় রাখে এবং সে মোতাবেক পণ্য উৎপাদন ও সরবরাহের ব্যবস্থা করে । কিন্তু এবার তার কিছুই করা হলোনা, হলোনা বলতে হয়ত অনেকেই পণ্য রেডি রেখেছিল বাজারজাত করার জন্যে, কিন্তু কিছুই পারল না । সামনে রোজার ঈদ, মনে হয় না এ ঈদেও কোন ব্যবসা করা যাবে । আর কোরবানীর ঈদের কথা না হয় আপাতত বাদই রাখলাম ।
সবকিছু মিলিয়ে এটা নিঃসন্দেহে বলা যায়, শুধু দরিদ্র আর নিম্নবিত্ত মানুষ না, সামনে মধ্যবিত্ত, চাকুরীজীবি, মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ী সকলেই বড় ধরণের আর্থিক সংকটের মধ্যে পড়তে যাচ্ছে, হয়ত অনেকেই এর মধ্যে পড়েও গেছে । এখন আল্লাই জানে, সামনে আমাদের কপালে কি আছে, কারণ এই মুহূর্তে মেধা খাটিয়ে কর্ম বা পরিশ্রম করে ভাগ্য ফেরানোর কোন সুযোগ নেই ।
অতএব, আমাদের প্রার্থনা এখন শুধুই সুস্থ্যভাবে বেঁচে থাকা এবং অপেক্ষা করা, যতদিন পর্যন্ত মরণঘাতি করোনাভাইরাস পুরােপুরি নির্মূল না হচ্ছে । কিন্তু তারপরও কি আমাদের শেষ রক্ষা হবে ?
১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১০
সাইন বোর্ড বলেছেন: সবকিছু দেখে মনে হচ্ছে, সামনে আমাদের জন্যে খুব ভয়াবহ দিন অপেক্ষা করছে ।
২| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: বিশ্বে করোনা আক্রান্ত
১৮ লাখ ৭০ হাজার ৭৬
মৃত্যু ১ লাখ ১৬ হাজার ৫২
বিস্তার ১৮৫ দেশ ।
১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৯
সাইন বোর্ড বলেছেন: অন্য দেশের সাথে আমাদের তুলনা করাটা হবে বোকামি, যে দেশে দূর্যোগকালীন ত্রাণের চালও চুরি হয় সে দেশে এ আর্থিক ক্ষতি পূরণ করা খুব কঠিন হবে ।
৩| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৭
নেওয়াজ আলি বলেছেন: । এক রাশ ভালো লাগার ভালোবাসা
১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৭
সাইন বোর্ড বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইল, ভাল থাকুন নিরন্তর ।
৪| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৩
কথার ফুলঝুরি! বলেছেন: ভবিষ্যৎ যাই হোক আপাতত প্রার্থনা আর ধৈর্যই সব । কারন ভবিষ্যৎ সমস্যার কথা চিন্তা করতে গেলে এখন সারভাইভ করা আরও কঠিন হয়ে যায় । আগে করোনা দুর হোক জীবনযাত্রা স্বাভাবিক হোক তারপর এই পরের সমস্যা সমাধানের চিন্তা। তবে সমস্যা এখনই শুরু হয়ে গিয়েছে এটা সত্যি । যাক আল্লাহ্ই একমাত্র ভরসা তিনি উদ্ধার করবেন বিপদ থেকে ইনশাআল্লাহ।
১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৮
সাইন বোর্ড বলেছেন: ঠিকই বলেছেন, আল্লাহ্ই একমাত্র ভরসা তিনি উদ্ধার করবেন বিপদ থেকে ইনশাআল্লাহ । নববর্ষের শুভেচ্ছা রইল, ভাল থাকুন নিরন্তর ।
৫| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫৯
আলআমিন১২৩ বলেছেন: Allah never creates any lock without a key.
১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৯
সাইন বোর্ড বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইল, ভাল থাকুন নিরন্তর ।
৬| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৩:০৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মিঃআলআমিন,এটা কি কোরান শরীফের কোন সুরার অনুবাদ।
১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৯
সাইন বোর্ড বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইল, ভাল থাকুন নিরন্তর ।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০০
বিজন রয় বলেছেন: কি যে হবে।
কার সাথে লড়াই করবো।