নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

নববর্ষের শুভেচ্ছা এবং ভাবনার ডালপালা

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২৭


১.
নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের আগে বলো -
নতুন বছরে আজ নতুন কি দেখলে ?

একজন বলল, আমি কবর থেকে লাশ উঠানোর দৃশ্য দেখেছি ।

- ধুর মিয়া, নতুন বছরেও লাশ নিয়ে টানাটানি, ভাল্লাগেনা ।

২.
তুমি যে পদের দায়িত্ব নিতে চাও, তার জন্যে বড় অভিজ্ঞতা লাগে, তোমার সেটা আছে কি ?

- আমি দাবড়ানি দিতে পারি, বয়সে বড় হলেও তাকে চড়-তাপ্পড়, কিল, ঘুষি, লাথ্থি, গুতাও মারতে পারি ।

- আমিও তো তোমার থেকে বয়সে বড় ।

- আপনে তো আমার স্যার, শুধু আদেশ করবেন, তারপর দেখবেন এই চোখতোলা খয়বার কী করতে পারে । তবে স্যার, কবর থেকে লাশ উঠানোর কাজটা এখনো করি নাই, মানে সুযোগ হয় নাই, হেইডা এক্কেবারে নতুন কেস । তই মাঝে মাঝে মাইনসেরে কবরে পাঠাইতে পারি । স্যার, মিড নাইট অভিজ্ঞতার কথাটা কি বলব ?

- না না তার আর দরকার নেই, মনে হচ্ছ তোমাকে পদটা দেওয়া যায় ।

৩.
অর্ক'র বয়স এখন উনিশ । সাড়ে আট বছরে যখন তার বাবা নিখোজ হয় তখনো সে গুমের অর্থ বুঝতে শিখেনি । তাই সে বাবার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছে । তারপর যখন সে বুঝতে শিখল, গুম হওয়া মানুষ সাধারনত আর ফিরে আসে না তখন সে তার বাবার আশা ছেড়ে দিয়েছে ।

এরপর থেকে তার কেবলই মনে হয়, এই অল্প বয়সেও সে অনেক কিছু দেখে ফেলেছে, অনেক কিছু বুঝতে শিখেছে । তাই মরণঘাতি এই করোনাভাইরাসের মধ্যেও যখন একদল মানুষ একজন কুখ্যাত খুনির লাশ কবর থেকে টেনে হিচড়ে বের করে, তখন সে মোটেই অবাক হয় না । তবে তার কিঞ্চিৎ চিন্তা হয়, ভবিষ্যতে এরকম দৃশ্য হয়ত আরো তাকে দেখতে হবে । অথচ এতদিন সে জানত, মানুষ মরে গেলে বাস্তব জীবন থেকে সব কিছুর উর্ধে্ব চলে যায় ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৬

বিজন রয় বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।

ভাল থাকুন ব্যতিক্রমী বিষয় নিয়ে লেখা প্রিয় ব্লগার।

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫২

সাইন বোর্ড বলেছেন: আপনার জন্যেও রইল শুভ কামনা, ভাল থাকুন নিরন্তর ।

২| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইলো।

১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৯

সাইন বোর্ড বলেছেন: শুভেচ্ছা আপনাকেও, ভাল থাকুন নিরন্তর ।

৩| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নতুন বছরে আমরা গরীবের ত্রান সামগ্রী লুটেরারদের
ছবি দেখতে চাইনা। ওদেরকে লাশ ঘরে পাঠিয়ে দেওয়া
হোক। ওর পদটা ওকে দিয়ে দিন।

১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১১

সাইন বোর্ড বলেছেন: পদ দেওয়ার মালিক ওগোর নেতা, ওরাই দেব । নববর্ষের শুভেচ্ছা রইল, ভাল থাকুন নিরন্তর ।

৪| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৮

নেওয়াজ আলি বলেছেন: নববর্ষে জাতীর জন্য সুখবর কামনা করি। শুভেচ্ছা আপনাকে ।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৩

সাইন বোর্ড বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইল, ভাল থাকুন নিরন্তর ।

৫| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: শুভ নববর্ষ! মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। নতুন বছরে সুস্থ থাকুন, ভাল থাকুন এই শুভকামনা।
দূর হোক করোনা।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৩

সাইন বোর্ড বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইল, ভাল থাকুন নিরন্তর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.