নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১,
জেনে খুব ভাল লাগল যে, পৃথিবী সুস্থ্য হয়ে উঠলে তুমি একটা নতুন স্কুল খুলবে এবং সেখানে শুধু মানবিক হয়ে উঠার পাঠ দান করাবে । কোর্স শেষে কোন ডিগ্রী বা সার্টিফিকেট দেওয়া হবে না; কারণ মানুষকে ভালোবাসার নাকি লিখিত কোন দলিল হয় না, ভেতর থেকে ওটা জাগিয়ে তুলতে হয়, তারপর সে সহমর্মী হয় এবং আসে দায়-বদ্ধতা । যে সন্তান দূর্যোগ মুহূর্তে তার মাকে ফেলে আসে জঙ্গলে কিংবা যে মা তার মৃত সন্তানকে করোনার অজুহাতে বাইরে ফেলে রাখে, সেতো এমনি এমনি এটা করেনি; এই দেশ, রাষ্ট্র, সরকার, সমাজ, সিষ্টেম তার ভেতর জাগিয়ে তুলেছে বছরের পর বছর ।
তুমি এত বছরের অন্ধকার জলে আলোর নৌকা ভাসাতে চাও, পারবে তো ?
২.
পাখির ডানায় ভর করে উড়ে এসেছে ভাইরাস । এক মাস আগেও যে ছিল খিলি-পানে জাবর-কাটা মুখ । সেদিন শক্তিশালি কাউয়া তাকে থু করে ফেলে দিয়েছিল ময়লা-পট্টিতে । সেই ভাইরাস-যুদ্ধে আজ হলো প্রথম শহীদ । এরপরও কি কাউয়ার দল দেখাবে তাদের শক্তিমত্তা ?
এখনো বাদুড়-ঝোলা মানবিকতা, মেঝে খুঁড়লে বস্তা বস্তা বেরিয়ে আসে পুকুর-চোরা । আর শহরের অলিগলি থেকে গ্রামের পাড়া-মহল্লায় কেবলি দাপিয়ে বেড়ায় মৃত্যুর সাথে ক্ষুধা...
১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৩
সাইন বোর্ড বলেছেন: আপনাকে ছুঁয়ে দিতে পারা আমার প্রাপ্তি । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।
২| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৭
নেওয়াজ আলি বলেছেন: নন্দিত উপস্থাপন ।
১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩২
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৩| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৩
সাকলায়েন শামিম বলেছেন: ভালো লাগলো কথাগুলো।
১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৩
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৫
রাজীব নুর বলেছেন: মানুষ আশাবাদী হয়। এই আশাবাদী হওয়া মানূষকে বাচিয়ে রাখে। স্বপ্ন দেখতে সাহস যোগায়।
১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৪
সাইন বোর্ড বলেছেন: এদেশে এখনো আশাবাদি তারাই যারা সরকারের কর্মকান্ডকে পছন্দ করে ।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০১
আহমেদ জী এস বলেছেন: সাইন বোর্ড,
চমৎকার সত্য।
"তুমি একটা নতুন স্কুল খুলবে.................." এই একটি লাইনে সব আশার আলো জ্বালিয়ে রেখেছেন।