নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

তেলতেলে সেই দিনের কথা যায় কি ভোলা যায় !

১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৬


১/
আমরা সিংগাপুরকে ছাড়িয়ে যাবার পর জানা গেল, প্রতি সাড়ে তিন লাখ মানুষের জন্যে আমাদের একটি করে আইসিইউ বেড আছে ।

দূর্ভাগ্য, এখন আর মাউন্ট এলিজাবেত হাসপাতালেও যাওয়া যাবে না !

২//
করোনা যোদ্ধা । আক্রান্ত । বিচড়ে পাওয়া এ্যাম্বুলেন্স । চিকিৎসায় অবহেলা । ভেন্টিলেটরের অভাব । মৃত্যু । প্রথম শহীদ এবং হেলিকপ্টারে শব-যাত্রা ।

ইতোমধ্যে ঢাকার অনেক বাড়িওয়ালা ঘোষণা দিয়েছে, তারা কোন স্বাস্থ্য কর্মীকে ভাড়াটিয়া হিসেবে রাখবে না ।

৩///
- মুখের তেল যদি কারোর পিঠের নিচে চলে আসে, তাহলে কি তাকে পিঠতেলা বলা যায় ?

- না স্যার, সে তেলওয়ালা ।

- কিন্তু সে তো সরকারের মনোনিত ন্যায্য মূল্যের ডিলার ।

- স্যার, পুকুর খুঁড়ে যদি চাল পাওয়া যায়, তাহলে বিছানা খুঁড়ে তেল পাওয়া গেলে সমস্যা কি ?

- আরে ওগুলো তো আর খনি নয়; তা ছাড়া চাল, ভোজ্য তেল খনিতে পাওয়াও যায় না ।

- স্যার, আগে তো অনেক ঘটনার'ই তেলের সাথে সম্পর্ক থাকত না, তারপরও সেগুলোকে বলা হত, তেলেসমাতি কারবার । এবার কিন্তু সত্য সত্যই তেলের সাথে মেতেছে কারবার !

- বুঝতে পারছি, অনেক দিন তেলাতেলি দেখতে দেখতে তোমার মাথাটাও বেশ তেলতেলে হয়ে উঠেছে ।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: একি দেখালেন
একি শোনালেন
একি কহিলেন....

বুড়া মাত দেখো, বুড়া মাত শোনো, বুড়া মাত বলো -
গান্ধিজির ঐ মন্ত্রে যখন পুরা জাতি শীতনিদ্রায়

আপনি কে হে?
:((

বাঙালী জাতি কি এমন?
তবে কেন এমন দেখতে হয়! কতিপয়ের লোভে পুরো জাতি কেন বদনাম হয়!!

১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩১

সাইন বোর্ড বলেছেন: বলুন, কতিপয় ধরে পড়েছে, তাও আবার পুচকে । রাঘব-বোয়াল কিন্তু গভীর জলে । পড়া ও সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৪

ইসিয়াক বলেছেন: খুব ভালো।

১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৬

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৩| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৮

নেওয়াজ আলি বলেছেন:

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৩

সাইন বোর্ড বলেছেন: চমৎকার !

৪| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৫

জুন বলেছেন: আমরা যে কত দূর নীচে নামতে পারি তার প্রমান খাটের নীচে তেল । অত্যন্ত বুদ্ধিমান এই সব লোকদের ব্রেন কোন যুগান্তকারী আবিস্কারে লাগানো উচিত এই আহবান জানাই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে ।
+

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২১

সাইন বোর্ড বলেছেন: এসব চুরি হয়ত কোনদিনই ঠেকানো যাবেনা, অন্তত আমাদের দেশে, কিন্তু এই দূর্যোগ মুহূর্তে এরকম কাজ কিছুতেই মেনে নেওয়া যায় না । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।

৫| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৫

ক্ষুদ্র খাদেম বলেছেন: চাউল চোর মমিনুলের কী নূরানি চেহারা!! বাঙালি বোকা ছিল, আজীবনই। আজও আছে, তারই প্রমাণ, এই আমাদের সামনে। বলা হচ্ছে, তোমাদের সামনে অজস্র সম্ভাবনা, তোমার হাতেই ক্ষমতা আর অধিকার X(

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৩

সাইন বোর্ড বলেছেন: লোভের কাছে ওসব নূরানি চেহারা শুধুই লোক দেখানো, এদের কঠিন বিচারের আওতায় আনা উচিৎ । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।

৬| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৭

ঢাবিয়ান বলেছেন: শুধু কি চাল আর তেল, কত টাকাও যে লুটপাঠ হচ্ছে কে জানে!

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৫

সাইন বোর্ড বলেছেন: ক্যাশ টাকার তো তুলনায় হয় না, একেবারে নির্ঝন্ঝাট । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।

৭| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আমাদের ভূতত্ত্ববিদদের কর্ম ক্ষেত্র গেল বেড়ে। আমরা এখন
করিবো খনন ত্রাণ দাতাদের বাড়িতে পুকুরে শয়নের খাটেরও তলে। খনিজ সম্পদ ঐখানে আছে বলিয়া মনে হইতেছে।

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৪

সাইন বোর্ড বলেছেন: এসব চাল চোরা, তেল চোরাদের কঠিন বিচারের আওতায় আনা উচিৎ, কিন্তু বিচারটা করবে কারা ? অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।

৮| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২২

গন্ধহীন বেলী ফুল বলেছেন: খাটেও যে তেল রাখা যায় এই আইডিয়া কেমনে আসলো তেল চোরের মাথায়!!!!!!!
কি সুন্দর তোশকের কাজ চালাচ্ছে বেচারা।
হয়তো তোশক কেনার টাকা ছিল না

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৭

সাইন বোর্ড বলেছেন: হয়ত ব্যাপারীর হাতে পৌছানোর সময় পায়নি বেচারা, তাই তোষকের তলাটাকেই সব চেয়ে নিরাপদ মনে করেছে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।

৯| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: সামান্য তেল কেন চুরী করতে হবে?
৫/৭ কেজি তেল হলে এক মাস চলে যায়।

লোকজনের মাথা আউলায়ে গেছে।

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪১

সাইন বোর্ড বলেছেন: এখন তো মনে হচ্ছে আপনার মাথাটাও আওলায় গেছে, উনি তেল কি নিজে খাওয়ার জন্য চুরি করেছে ? বিক্রি করে তার টাহা চায়, কিন্তু ব্যাপারীর কাছে পৌছানোর হয়ত সুযোগ হয়নি, তাই এই তোষকবাস । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।

১০| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: সেটা বুঝি, চাল বা তেল তো আসলে টাকা। অনেক টাকা।

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৪

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।

১১| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৩

মা.হাসান বলেছেন: গুজব ছড়াবেন না। অতিরিক্ত তেল শরীরের জন্য ক্ষতিকর। কিছু স্বাস্থ্যসচেতন ব্লগ অপর মানুষের স্বাস্থ্য ভালো করার মানসিকতা থেকে তেল গুলো সরিয়ে রেখেছিলেন যেন মানুষ কম তেল খায়। পত্রিকাগুলো এটাকে অপপ্রচার করছে। ওনাকে একটা মেডেল দেওয়া দরকার।

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৬

সাইন বোর্ড বলেছেন: দারুণ একটা থিম দিলেন । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.