নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
পৃথিবীতে সব চেয়ে ভারী বস্তু হচ্ছে, পিতার কাঁধে সন্তানের লাশ । এটা কেবল একজন সন্তান-হারা পিতাই জানে, তা বহন করা কত কষ্টের, কত বেদনার ! অবশ্য পুরানো এসব আবেগ আর বাস্তবতাকে আজ হাততালি দিয়ে দূরে সরিয়ে দিয়েছে মরণব্যাধি করোনাভাইরাস । কোন সন্তানের লাশ এখন আর ছুঁয়ে দ্যাখেনা কোন বাবা, মা ফেলে রাখে বাড়ির বাইরে, সন্তান তার জীবিত মাকে করোনাভাইরাসের অজুহাতে ফেলে রেখে আসে জঙ্গলে, হাসপাতাল থেকে লাশের দায়িত্ব নিতে চায় না আপনজনেরা, ফোন দিলে সাড়া দেয় না লাশের পরিবার । তারপর হাসপাতাল ও প্রশাসন মিলে লাশের সৎকারের ব্যবস্থা করে ।
চারিদিকে এই যখন অবস্থা তখন ক্ষয়ে যাওয়া এ সময়ে এক বিরল হৃদয়ের পিতার দেখা পাওয়া গেল । যাকে শতবার নিষেধ ও বাধা দেওয়ার পরও বিরত করা যায়নি সন্তানের লাশ দাফন করা থেকে । যেখানে সুরক্ষিত পিপিই পরিহিত একদল মানুষ উপস্থিত ছিল লাশ দাফনের জন্য । কিন্তু উনি কিছুতেই তাদেরকে কাজটা করতে দেয়নি । সন্তানকে বুকে আগলে ধরে নিজেই শেষ বারের মত কবরে শায়িত করেছেন । এই হলো একজন পিতা, একজন বাবা । পিতৃত্ত কাকে বলে তা তিনি সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন । এখন করোনায় মৃত্যু হলেও যেন তার আর কোন দুঃখ নেই ।
হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে চট্রগ্রামের পটিয়ায় । আশরাফুল নামের ছয় বছরের এক শিশু সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মারা গেলে ।
নোটঃ ছবি ও ঘটনা সংগ্রহ ফেসবুক থেকে ।
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৭
সাইন বোর্ড বলেছেন: বোঝা যাচ্ছে, সামনে আরো ভয়ংকর দিন অপেক্ষা করছে । জানিনা কার কপালে কি আছে । এখন শুধুই প্রার্থনা । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।
২| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মানুষের জীবনটাই যেন পুরোপুরি এলোমেলো হয়ে যাচ্ছে ।
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩১
সাইন বোর্ড বলেছেন: সামনে মনে হয় আরো কঠিন দিন দেখার অপেক্ষা করছি আমরা, আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।
৩| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৬
ক্ষুদ্র খাদেম বলেছেন: সামনে কী অপেক্ষা করছে, চিন্তা করতে মাথা এলোমেলো হয়ে যাচ্ছে
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫২
সাইন বোর্ড বলেছেন: এলোমেলো হওয়ারই কথা, ভবিষ্যৎ খুব খারাপ কিছুর আভাস দিচ্ছে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।
৪| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৪
নেওয়াজ আলি বলেছেন: ছেলেরা বাপকে ফেলে গেলেও বাপ তা পারেনি। কিন্তু ছেলেও একদিন বাপ হবে।
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৮
সাইন বোর্ড বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।
৫| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৫
নতুন বলেছেন: বাবা তার সন্তানকে ফেলে যেতে যারেনা।
আর সন্তান মারা গেলে যেই ঘোরের মধ্যে বাবা মা থাকে সেটা কাটতে বেশ কয়েকদিন সময় লাগে।
সেই সময়ে অনেক কিছুই মাথায় ঢোকেনা।
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২১
সাইন বোর্ড বলেছেন: এরকমটা সবার ক্ষেত্রেই হওয়ার কথা, কিন্তু বর্তামান চিত্রটা একটু ভিন্নই দেখা যাচ্ছে । আপন জনেরা লাশের কোন দায়িত্বই নিতে চাচ্ছে না । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।
৬| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৩
আহা রুবন বলেছেন: যুদ্ধের মধ্যে যেমন জীবন থেমে থাকে না, দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি! এই বন্দি জীবন ভাল লাগছে না, মৃত্যু ভয়-টয় যেন কমে গিয়েছে। সামনের মাসে বেঁচে থাকব কি না সেটি মাথায় আসে কিন্তু কোনও অনুভূতি হয় না।
১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১১
সাইন বোর্ড বলেছেন: আমারও এখনি খুব ক্লান্ত মনে হচ্ছে নিজেকে, জানিনা বেঁচে থাকলে সামনের দিনগুলো কিভাবে পার করব ! অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।
৭| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: প্রচন্ড দুঃখজনক।
১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১২
সাইন বোর্ড বলেছেন: অবশ্যই দুঃখজনক, মেনে নিতে খুব কষ্ট হয় ।
৮| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পিতা মাতা সন্তানের জন্য যতটুকু করেন , সন্তান ততটুকু কখনোই করেনা।
২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৭
সাইন বোর্ড বলেছেন: বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা আরো বেশি মনে রাখবেনা বলেই মনে হয়, তবে তাদের শুধু বাবা হওয়ার সময়ের অপেক্ষা, ঠিকই সেদিন বুঝবে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং নিরাপদ থাকুন ।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪১ জন।
এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬০ জনে।
এছাড়া বাংলাদেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৭২ জনে।