নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
আমার এক হাতে মৃত্যু আরেক হাতে বেঁচে থাকার মন্ত্রণা,
সামনে পিছনে ডানে বামে অসংখ্য প্রাণের স্পন্দন,
সবাই বাঁচতে চায়
শীতে
বসন্তে
বর্ষায়
হেমন্তে
বাতাসে কবে কার উড়ে গিয়েছিল শাড়ির আঁচল,
সেখানে স্নেহ ছিল নাকি মমতা, না ভালোবাসার পরশ
মনে পড়ে
সোনালী ভোর, দৌড়ে ঘর থেকে বাহির
তারপর সারাদিন কাঁঠাল-পাতায় টাকার হিসেব
দৃষ্টি গভীর হলে এখন বন্ধ হয়ে যায় দু'চোখ
দেখি উড়াল কৈশোর, দুরন্ত যৌবন, ঘরে ফেরা দুপুর
কোথায় যেন কেউ বসে আছে এখনো,
লম্বা চুল, চোখ মেলে চেয়ে দেখছে
আমার প্রতিটা পদক্ষেপ, হেঁটে চলা, এগিয়ে যাওয়া
ভাবতে পারিনা, পৃথিবীর গভীর অসুখ এখন
অসংখ্য মৃত্যুর মিছিল
লক্ষ-কোটি প্রাণ, যুদ্ধ করছে, বেঁচে থাকার
তাদের সাথে আমিও স্বপ্ন দেখছি একটা নতুন ভোরের...
১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৯
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
২| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৮
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪২
নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর