নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

শুধুমাত্র আস্তিকদের জন্য

১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৪


অখন্ড এই অবসরে অনেকেই অনেক রকম সাজেশন দিচ্ছে
কেউ মুভি দেখতে বলছে, কেউ নাটক দেখতে বলছে, কেউ ঘরে বসে হালকা ব্যায়াম করতে বলছে
কেউ কেউ আবার বই পড়ে সময় পার করার কথাও বলছে

আমি এসব গুলোকেই সাপোর্ট করি, পাশাপাশি
যারা আস্তিক, কিন্তু নিজ ধর্মটাকে ঠিকঠাক মত পালন করিনা
হয়ত অনেকে সবটা জানিও না, তারা
এই সময়টাকে কিছুটা ধর্ম চর্চাতেও ব্যয় করতে পারি

আমি নিজে যেহেতু একজন ইসলাম ধর্মের অনুসারি
তাই আমার ধর্মের কথায়'ই বলব -
নামাজের ভেতর বেশ কিছু সুরা, দোয়া পাঠ করতে হয়
যেগুলো আরবি ভাষাতে হওয়ায় আমাদের জন্যে সেগুলো মুখস্ত ও
মনে রাখাটা একটু কঠিনই; তাই এই সময়ে
আমরা সে দূর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারি, কারণ
নামাজই হলো একজন মুসলমানের সব চেয়ে বড় পরিচয়;
এ ছাড়া পাপকাজ থেকে দূরে রাখা ও আত্ত্বিক প্রশান্তিও এনে দিতে পারে নামাজ

ধর্মের আর কোন কঠিন আলোচনায় না হয় নাই'ই গেলাম,
পৃথিবীর এই ক্রান্তিলগ্নে, যেখানে চিকিৎসা বিজ্ঞানও এখন পর্যন্ত
করোনাভাইরাসের প্রতিসেধক কোন ওষুধ আবিষ্কারে পুরোপুরি সফল হতে পারেনি
সেখানে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায়'ই আমাদের একমাত্র শেষ ভরসা,
একজন আস্তিক হিসেবে, পৃথিবীর এই মহা দূর্দিনে ।





মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৮

নেওয়াজ আলি বলেছেন: পরিপক্ব ও পরিপাটি লেখা ।

১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ ।

২| ১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২৯

আতা স্বপন বলেছেন: আপনাকে ধন্যবাদ সময়উপযোগী সুন্দর একটা পোষ্ট দেয়া জন্য।

১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ ।

৩| ১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.