নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

চুল কাটা চুল ফেলা

১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

# চুল কাটা

যে রাধে সে চুলও বাঁধে - এটা সবাই জানলেও
সে যে চুলও কাটে - এটা অনেকেই জানত না ।

ভাইরাসের কিছু ছিটেফোটা কাঁচি এবং ক্ষুরের উপর এসে পড়লে
লকডাউন হয়ে যায় চুল কাটার ঘর

তারপর বেকার সব নরসুন্দর

কেউ কি একবার খোঁজ নিয়েছি, ওরা কেমন আছে ?

# চুল ফেলা

এক মাস চুল না কাটালে তুমিও কি বাবরিওয়ালা ?

ছাও, ছেমড়া, যুবক, বুড়ো সবার মাথা'ই দেখি টাকলা

বলোনা হুজুগে বাঙাল, একজনের দেখে
সবাই চুল ফ্যালে আর ছবি উঠায়

তারপর ফেসবুকে পোষ্ট দেয় যত তাল, বেল, নারকেল আর কুমড়ায়...

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ভালো তো, ভালো না?

১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

সাইন বোর্ড বলেছেন: অনেকের আবার ধারণা টাকলা নাকি করোনাভাইরাস প্রতিরোধক । ভাইরাস নিয়ে এখনো অনেকের মধ্যে মজা মারে ফজা ভাইয়ের মতো অবস্থা । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং নিরাপদ থাকুন ।

২| ১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: টাকলা নাকি করোনাভাইরাস প্রতিরোধক @ তাই নাকি, বউ জিজ্ঞেস করি বাড়িতে ব্লেড আছে কিনা :-B

৩| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যে চুল বাঁধে, সে চুল কাটেও :)

আমার চুল বড়ো হলে চুলের গোড়া চুলকায়। কয়েক বছর আগে থেকেই ভাবছিলাম, মাথা ন্যাড়া করবো। সুযোগ হয় নি। মাথা চুলকাচ্ছে খুব। গতকাল একজনের ন্যাড়া মাথা দেখে এখন ধৈর্য কুলাচ্ছে না। মাথা ন্যাড়া করবো, ছবিও তুলবো- শুধু নিজে দেখব বলে :)


লেখা ভালো লেগেছে।

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:০২

সাইন বোর্ড বলেছেন: তাহলে তো সিদ্ধান্ত একেবারে পাকা, গরমের অবস্থা দেখে আমারও মাঝে মাঝে ইচ্ছে হয়, তবে পাকা সিদ্ধান্ত এখনো নিইনি । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।

৪| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৪

নেওয়াজ আলি বলেছেন: Beautiful :-P

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:০০

সাইন বোর্ড বলেছেন: =p~

৫| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: কাটূক। সব ন্যাড়া হয়ে যাক। তাতে আ্মার কি? জানি আমার কিছু না।, তাতে ওদের কি?

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৯

সাইন বোর্ড বলেছেন: আপনারও কিছু না ওদেরও কিছু না সব ন্যাড়া ন্যাড়া...

৬| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসম :P

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৭

সাইন বোর্ড বলেছেন: =p~

৭| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৫

বিভ্রান্ত পাঠক বলেছেন: প্রচুর লোক ন্যাড়া হয়েছে এবার, এটা করোনা কাটিং।।

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৭

সাইন বোর্ড বলেছেন: যাক, করোনা শেষ পর্যন্ত চুল কাটিংও শেখাচ্ছে । :D

৮| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫৪

কথার ফুলঝুরি! বলেছেন: সব আনুশকা শর্মার দোষ =p~ তাঁকে দেখেই এখন বউগুলো জামাইর চুল কেটে দেয় । =p~
তবে ন্যাড়া হবার বিষয়টি কই থেকে আসলো জানিনা /:)

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৫

সাইন বোর্ড বলেছেন: এই মুহূর্তে বউ চুল কেটে দেওয়াটা দারুণ একটা ব্যাপার, সেটা আনুশকার কাছ থেকে এলেও সমস্যা নেই । আর ন্যাড়া হওয়াটাও একটা ভাল সমাধান, কিন্তু ছবি উঠিয়ে ফেসবুকে দেওয়াটা ? =p~

৯| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিপদেই পড়েছিলাম। চুল অনেক বড় হয়ে গিয়েছিল। ফালায় দিবো ভাবছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কাটাতে পেরেছি।

অনেকেই এই সমস্যায় পড়েছেন।

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৫২

সাইন বোর্ড বলেছেন: ভাল যে আপনি কাটাতে পেরনেছেন, কিন্তু এখনো পারি নাই । মনে হচ্ছে আমাকেও গিন্নীর সহায়তা নিতে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.