নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
# ক্ষুদে কৃমি
কেউ জানেনা ওরা একযোগে কখন কোথা থেকে কিভাবে চলে আসে,
ওষুধওয়ালারাও কী বাটপার
আজ এখানে বলে এক কথা কাল ওখানে বলে আরেক কথা
কথার কোন আগামাথা নাই, হারামজাদা
ফুটপাথ থেকে শুরু করে সব জায়গায় ভাইরাস ছড়াচ্ছে এসব ওষুধওয়ালা,
এরা আবার বিরাট অর্থের যোগান দাতা
সরকার থেকে সব সুবিধা নিচ্ছে
আর এখন বকেয়া বেতন না দিয়ে ঘুরাচ্ছে দিনের পর দিন...
# বড় কৃমি
সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিছু ওষুধ রাখতেই হবে খুলে
এখানে, সেখানে, ছড়িয়ে, ছিটিয়ে
ক্ষুদে কৃমির প্রতিশেধক হিসেবে যা এতদিন কাজ হয়নি
তা এবার ব্যাপক পরিসরে উৎপাদন হবে, দীর্ঘমেয়াদে
তুমি ময়মনসিংহ থেকে চলে এসো গাজীপুরে
আর তুমি নারায়নগঞ্জ থেকে মিরপুরে অথবা মহাম্মদপুরে
তারপর এখান থেকে বেরুবে প্রতিটা জেলা শহরে, ভ্রমনে;
দর্শনীয় সব স্থান দেখে যাবে গ্রামে, পটলের জমিতে
পটল তুলিতে...
২০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১৩
সাইন বোর্ড বলেছেন: বাস্তবতা সেরকমেরই কিছু আভাস দিচ্ছে, কিন্তু লকডাউন উঠিয়ে দিলেও একটা শ্রেনি সহজ চলাচল করবে বলে মনে হয় না । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।
২| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৭
রাজীব নুর বলেছেন: গুণীজনে কয়...
''যিনি গোপনে দান করেন তিনি মহান দাতা,
বাকি সব বিজ্ঞাপন দাতা!''
২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৯
সাইন বোর্ড বলেছেন: দান হলো একটা আত্ত্বিক প্রশান্তির ব্যপার । তবে সেটা দেখিয়ে না করাই ভাল । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩৬
মা.হাসান বলেছেন: অপশন ১, না খাইয়া মর।
অপশন ২, করোনায় মর।
বর্তমান ৬টা-২টার রুটিনে অনেক অসুবিধা। দোকানের সামনে সব সময় ভিড়। আগের রুটিনে সন্ধ্যা পর্যন্ত খোলা ছিলো , ভিড় কম ছিলো।
আমার সহকর্মি অথবা থেকে অনলাইনে বাজার করেছেন। পাঁচটা আইটেম কিনেছিলেন, চারটা পেয়েছেন, আরেকটা কয়দিন দেরি হবে। চারটা আইটেম তিম বারে ডেলিভারি দিয়েছে। প্রতিবার ডেলিভারি চার্জ দেড়শ টাকার মতো নিয়েছে।
কার্ফু দিয়ে পরিবার প্রতি এক বা দুজনকে প্রয়োজন অনুসারে কার্ফু পাস দিলে ভালো হতো।
কিরমি নিয়ে দুঃখ করবেন না। কিরমি দূর হয় না।
২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩২
সাইন বোর্ড বলেছেন: এ দেশে কোন কিছুই সিস্টেম অনুযায়ী হয়নি এবং ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা কম । কিছু করার নেই, এসব মেনেই আমাদেরকে সামনে এগুতে হবে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০০
নেওয়াজ আলি বলেছেন: আজ এক নেতার বাবার জানাজা হয়ে । অনেক লোক জমা হলো
২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৩
সাইন বোর্ড বলেছেন: নেতার বাবা বা মা বলে কথা, করোনা ওখানে ছাড় দেবে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫৬
ঢাবিয়ান বলেছেন: কল্ডাউন ফকডাউন এই দেশের জন্য প্রযোজ্য নয়। লকডাউন উঠিয়ে দিয়ে মানুষকে বাচাঁর সুযোগ করে দেয়া হোক। তানাহলে করোনার চাইতে বহুগুনে মানুষ না খেয়ে মরবে।