নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

মুদ্রার এপিঠ ওপিঠ

২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:১১


১/
এখনো বাবা তো বাবা'ই, তিন জন পিপিই পরিহিত স্বাস্থ্যকর্মী দাঁড়িয়ে আছে । আরো আছে নার্স, আয়া, কেয়ারটেকার । কিন্তু করোনা রোগী বলে কেউ তাকে ধরবে না । অথচ রংপুর হাসপাতাল থেকে তাকে নিয়ে আসতে হবে ঢাকায় । অনেক কষ্টে ম্যানেজ করা গেছে একটি এ্যাম্বুলেন্স ।

এক'শ ভাগ করোনা ঝুঁকি থাকার পরও বাবা সন্তানকে কোলে করে জড়িয়ে ধরে নিচে নামাচ্ছে...

২//
এক সন্তান তার বাবাকে করোনা সন্দেহে ফেলে এসেছে নদীর চরে । সংবাদ পেয়ে ওখানকার ইউএনও তাকে উদ্ধার করে নিয়ে এসেছে ।

ধারণা করা হয়, ছেলেও একজন বাবা, ভবিষ্যতে তার সন্তান তাকে কোথায় রেখে আসে - সেটা হয়ত অনেকেই জানব না । কিন্তু এটা নিশ্চিৎ , একদিন তাকে কোথাও ফেলে আসবে, কুকুরের মত ।

৩///
বাবা, এখন করোনাকাল,ঘরের বাইরে যেওনা । মেইন গেটে তালা লাগিয়ে ভাবছি আকাশ-পাতাল । প্রতিদিন পৃথিবীটা একটু একটু করে বদলে যাচ্ছে । ভাবছি, রোগ-শোকের এই মহামারির মধ্যে মানুষ কি অনাহারেও মারা যাবে ? না, আমরা কোন দূর্ভিক্ষের স্বাক্ষী হতে চাই না ।

পৃথিবী আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে । সব বাবারা সত্যিকারের বাবা হয়ে উঠবে, সন্তানেরা প্রকৃত মানুষ হয়ে উঠবে ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: বিশ্বের সমস্ত লোকদের খুব করুন সময় যাচ্ছে।

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৩

সাইন বোর্ড বলেছেন: এতটা মৃত্যু ভয় এর আগে কারোর মধ্যে আসেনি । ভাল থাকুন এবং নিরাপদে থাকুন ।

২| ২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাবা-মা'র তুলনা শুধুই বাবা-মা।

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১২

সাইন বোর্ড বলেছেন: দুঃখ যে, অনেক ছেলেই আজ এটা উপলব্ধি করতে পারেনা । অসংখ্য ধন্যবাদ,ভাল থাকুন এবং নিরাপদে থাকুন ।

৩| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৪

নেওয়াজ আলি বলেছেন: ছোট বড় ধনী গরীব সবাই আজ বিপদে

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১০

সাইন বোর্ড বলেছেন: আমরা সবাই যেন এ বিপদ থেকে মুক্ত হতে পারি । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৪| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৯

ক্ষুদ্র খাদেম বলেছেন: একটা দুর্ভিক্ষ এই মুহূর্তে আমরা চাইছি না, এর জন্যে সম্ভব সবকিছুই করতে রাজি আছি, দরকার হলে অসম্ভব কোনও কিছুও করতে রাজি আছি :(

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৮

সাইন বোর্ড বলেছেন: সবাই নিজের দিক থেকে সৎ থাকলে দুর্ভিক্ষ আমাদের স্পর্শ করতে পারবে না । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.