নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ঠ্যাং কাটা থেকে জানাজা; যেখানে মানুষের ঢলে হয় না করোনা বৃষ্টি

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০১


কোন ধর্মীয় যুদ্ধ নয় যে আকাশ থেকে নেমে আসবে ফেরেস্তা
ন্যায়ের পক্ষে,
ওটা ছিল নিছক স্বার্থের লড়াই; কুকুরে কুকুরে যেমন
কামড়া-কামড়ি করে খাবারের জন্যে, তেমনি
বি-বাড়িয়ায়

অনেকগুলো কুকুর
ঘেউ ঘেউ করতে করতেই একটার দিল ঠ্যাং কেটে,
খুব নির্মমভাবে ।
সেই বি-বাড়িয়াতেই কয়দিন পর শুরু হলো একজনের জানাজা,
এবার কিন্তু সত্যি সত্যিই ধর্মীয় অনুভূতি
যদিও এবারও কোন ফেরেস্তা শরীক হলোনা
আসল হাজার হাজার সব মানুষের বাচ্চা

আশ্চর্য, করোনা তাদের একজনকেও ছুঁয়ে দেখল না
সবাই সওয়াব নিয়ে বাড়ি ফিরে গেল নিরাপদে,
তারপর চারিদিকে শুরু হলো মেঘ গুড় গুড়, বিদ্যুতের ঝিলিক, হালকা বৃষ্টি...

কয়দিন পর কি তাহলে আকাশ ভেংগে ঢল নামবে ?

খবরদার, তার আগে কাউকে যেন বলোনা
মন্ত্রীর মায়ের, বাপের কিংবা খালুর জানাজায় এত লোক ক্যান ?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: কবিতায় তেজ আছে।

২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৪

সাইন বোর্ড বলেছেন: ভাল থাকুন, অসংখ্য ধন্যবাদ ।

২| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বি বাড়িয়ার চিত্র, ক্ষোভ, ইত্যাদি ফুটে উঠেছে।

হ্যাঁ, একটাকে জায়েজ করতে যেয়ে আমরা আরেকটার তুলনা করে থাকি। কিন্তু কারো মায়ের জানাজায় ৩/৪ জেলার বিপুল লোকের সমাগম হওয়ার কোনো খবর দেখা যায় নাই; দেখা গেলে নিশ্চিত সেটাও সমালোচিত হতো।

ফানি ঘটনা হলো, কোনো একটা ভাইরাল স্টেটাসে দেখলাম, একজন হুজুর লিখেছেন- এই মানুষের বেশিরভাগই মনে হয় ফেরেশ্‌তা ছিল- অল্প সময়ের মধ্যে জড়ো হয়ে অল্প সময়ের মধ্যেও উধাও হয়ে গেল। বুঝুন তাদের মনোজগতের অবস্থা।

লেখা বরাবরের মতোই সাবলীল এবং ঝাঁঝালো।

২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৩

সাইন বোর্ড বলেছেন: অনেক লোকের সমাগম যে হয়েছিল, এটা তো ঠিক । আর সমালোচনাটা হয়ত মন্ত্রীর মায়ের জানাজা বলেই কেউ করেনি; তাই বলে এই দুঃসময়ে কাজটাকে মোটেই বৈধ্যতা দেওয়া যায় না । দুটো কাজই নির্বোধের মত করা হয়েছে ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।

৩| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৮

নেওয়াজ আলি বলেছেন: মন্ত্রীর দেশ আমি আপনি মাছি । ভন্ডরা ঘুণপোকা

২২ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৬

সাইন বোর্ড বলেছেন: সেটা তো আর বলার অপেক্ষায় রাখেনা । ভাল থাকুন, অসংখ্য ধন্যবাদ ।

৪| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১১

সোনালি কাবিন বলেছেন: ফাটিয়ে দিয়েছেন

২২ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৫

সাইন বোর্ড বলেছেন: কি যে কন, এখন কি ফাটাফাটির সময় । :|

ভাল থাকুন, অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.