নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১/
যে মহিলাটি এক'শ আশি টাকা দিয়ে তার মাথার চুল বিক্রি করে
ছেলে ও স্বামীর খাবার যুগিয়েছে,
সে সাভারে থাকত
বহিরাগত বলে কেউ তাকে ত্রাণ দেয়নি
অবশেষে তার মাথার চুল'ই ব্যবস্থা করেছে তাদের খাদ্যের
এরপর কি চোখ, কিডনিও বিক্রি করতে হবে
ক্ষুধার কাছে ?
করোনাও জানেনা, এ সময় সম্ভ্রম ও স্বাধীনতার মূল্য কতখানি !
২//
গবেষণা তো হতেই পারে, পারেনা ?
পারে
এই করোনা কালে কতটা দেশে দুর্ভিক্ষ দেখা দেবে
খাদ্য সংকটে মারা যাবে কতজন শিশু
ইত্যাদি ইত্যাদি...
ওরা তো আর জানেনা আমাদেরও আছে
সাড়ে-চুয়াত্তর ইতিহাস
এখনো কম্বলের তলা থেকে বেরিয়ে আসে কত রঙ-বেরঙের চোর
চাল ও তেলের হিসাব আপাতত না হয় বাদই দাও,
তবু আগামিতে সঠিকভাবে বন্টন হোক ত্রাণের
এই করোনা কালে ।
২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৩
সাইন বোর্ড বলেছেন: পত্রিকায় তার নিজের ভাষ্যই এসেছে, সে ত্রাণের জন্য বেশ কয়েক জায়গায় গিয়েছে কিন্তু সাভারে সে নতুন হওয়ায় তাকে ত্রাণ দেওয়া হয়নি । ধন্যবাদ ।
২| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৪
নেওয়াজ আলি বলেছেন:
২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৭
সাইন বোর্ড বলেছেন: এগুলো সময়ের স্বাক্ষী, হয়ত নির্মম ইতিহাসও । অসংখ্য ধন্যবাদ ।
৩| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে।
২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৪
সাইন বোর্ড বলেছেন: অপেক্ষার দিন দীর্ঘ হয়, তবু নিরুপায় আমরা...
৪| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৪
আল-ইকরাম বলেছেন: করোনা ভাইরাসের এই ভয়াবহতায় আমরা ভীত। তার চেয়েও অনেক বেশী শংকিত ভবিষ্যতে দেশের আর্থ সামাজিক অবস্থা কী রকম রূপ পরিগ্রহ করে? কেননা মৃত্য বা ক্ষুধা কোনো যন্ত্রণাই সামান্য নয়। শুভ কামনা রইল।
২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৭
সাইন বোর্ড বলেছেন: এই মুহূর্তে আমাদের আরো বেশি মানবিক হতে হবে, কিন্তু বাস্তবে দেখছি তার উল্টটা, এখনো ত্রাণের চাল চুরি করে দায়িত্বশীরা । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৮
আহা রুবন বলেছেন: বহিরাগত বলে কেউ ত্রাণ দেয়নি কথাটা কতটুকু সত্য? মহিলাটির বক্তব্যে তো শুনলাম তারা মাত্র ঢাকায় এসেছেন, এসেই করোনায় ঘরে আটকে পড়েছেন। বাসা থেকে বের হতে পারছেন না, আবার নতুন বলে কোথায় কার কাছে সাহায্যের জন্য যাবেন তা বুঝতে পারছিলেন না।