নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

আমার এই পথ চাওয়াতেই আনন্দ...

২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৭


১/
মানুষ জেনেছে, আকাশ মানে এক অসীম শূন্যতা; সেখানে সাত, পাঁচ, আট বলে কিছু নেই । এখন অসীমের পরেও যদি কিছু থেকে থাকে, সেটা জানে কেবল ঈশ্বর । মানুষ তা জানার ক্ষমতা রাখেনা ।

২/
হাতের রেখায় কোন ভাগ্য লেখা থাকেনা, কিন্তু রেখাগুলো যদি না থাকত, তাহলে আমরা হাতকে মুড়ানো এবং আলগা করতে পারতাম না । এখন কেউ যদি রেখাগুলোকে ভাগ্যের নিয়ামক হিসেবে দেখে থাকে, সেটা তার নিজস্ব ব্যাপার । সৃষ্টি মানুষের প্রয়োজনেই এরকমটা করে দিয়েছে ।

৩/
মানুষ পড়তে পড়তে অনেক কিছু জানবে, কিন্তু জানতে জানতে সে জানোয়ার হবে না, মানুষই থাকবে ।

৪/
ভিক্ষুক নজিম মিয়া এক দুই টাকা করে দীর্ঘ দুই বছর ধরে দশ হাজার টাকা জমিয়েছিল একটা ঘর উঠাবে বলে । কিন্তু দেশের এই মহা দুর্যোগের কথা চিন্তা করে সে তার পুরো টাকাটাই স্থানীয় ইউএনও'র হাতে তুলে দিয়েছে মানুষের সাহায্যে ব্যবহারের জন্য । এর পরের ঘটনা আমরা সবাই জানি ।

এখান থেকে দেশের ত্রাণ চোরেরাও কিছুটা শিক্ষা নিতে পারে ।

৫/
আজ ব্রিটেনের একদল চিকিৎসা বিজ্ঞানী কোভিড-১৯ এর প্রতিশেধক টীকার প্রথম প্রয়োগ ঘটাবে মানব দেহের উপর । আমরা আশাবাদি হতেই পারি ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪১

নেওয়াজ আলি বলেছেন: লেখা বেশ । ভালো থাকুন।

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩০

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

২| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।
সহজ সরল কথা বার্তা।

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩২

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.