নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ভুলে গেলে চলবে না

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৭


#
অভিনয় জানেনা বলে তাকে পাঠ দেওয়া হয়েছে নর্তকীর
তাই, পায়ে ঘুঙুর বেঁধে সে শুধু নাচে
নাচতে নাচতে পোশাক-আশাক সব খুলে ফ্যালে
একটার পর একটা...

আর তার অন্ধভক্ত, অনুরাগি, প্রেমিক, দিওয়ানারা
একজন একজন করে তেলের শিশি নিয়ে অপেক্ষা করে
হাততালি দেয়, পূর্ণ সম্ভোগে

এভাবে নর্তকী প্রতিদিন দিগম্বর হয়
নিজেকে বিলিয়ে দেয় স্বাভাব-সিদ্ধভাবে

বেচারা সভ্যরা তখন কিছু বলতে পারেনা ইজ্জতের ভয়ে !

#
দুঃসময়ের কথা আর বলো না,
নিজের মত করে চাষ করলেও দেখবে
কিছু ভূমিহীন কৃষক তোমাকে ছবক দিতে আসবে,
সাথে কিছু গরুর রাখালও
হাম্বা হাম্বা করবে

তখন সময় মত মুগুরটাকে শুধু মেলে ধরবে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: সীমাহীন নৈঃশব্দ !

২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৪

সাইন বোর্ড বলেছেন: হ্যাঁ, কিছুটা বিমূর্ত, পাঠকের ভাবনার যথেষ্ট স্পেস আছে । অসংখ্য ধন্যবাদ ।

২| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৮

নেওয়াজ আলি বলেছেন: যেমন কুকুর তেমন মুগুর

২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৫

সাইন বোর্ড বলেছেন: এটাই নিয়ম, তা না হলে কুকুর তার কাজ করতেই থাকবে । অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.