নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
শিশুদের মনেও এখন বাবুলগাম দুঃখ, তাই
পটেটো ক্রেক্রার্সে নেই আর ইলু ইলু মন,
কোথায় যেন হারিয়ে গেছে মিল্কি স্টিকে
সেই কফি-মাখা ঠোঁট
আহারে কিন্ডার জয়, খুললেই যে ভেতরে পাওয়া যেত
গাড়ি, লাটিম, পুতুল, পরীর রাজ্য...
সেসব যেন আজ বাক্সবন্দী, ঘরের কোণ
জানালার গ্রিলে চেয়ে থাকে কেবল কিটক্যাট দৃষ্টি...
বন্ধু আমার, হাতটা বাড়িয়ে দেবে ?
ছুঁয়ে দেখ আমার মনের দুঃখ
আর যে ভাল্লাগেনা, দৌড়ে তোমার কাছে যেতে না পারার কষ্ট !
পুনশ্চঃ পৃথিবীর ঘরবন্দী সব মানুষের সাথে মুক্তি পাক কোমলমতি শিশুদের অবাধ ছুটতে না পারার দুঃখ । সূর্যালোকের মতো আবার ছড়িয়ে পড়ুক সব শিশুর মুখের হাসি...
করোনা,তুমি মুক্তি দাও আমাদের, আমাদের শিশুদের !
২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৭
সাইন বোর্ড বলেছেন: ভাল থাকুন এবং নিরাপদে থাকুন ।
২| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৬
রাজীব নুর বলেছেন: ছোট ছোট বাচাদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে।
২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৬
সাইন বোর্ড বলেছেন: ভাল থাকুন এবং নিরাপদে থাকুন ।
৩| ২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০১
ইসিয়াক বলেছেন: আসলেই বাচ্চারা খুবই কষ্টে আছে।
পোষ্টে ভালো লাগা।
শুভকামনা জানবেন।
২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৩
সাইন বোর্ড বলেছেন: শুভ কামনা আপনার জন্যেও, নিরাপদে থাকুন ।
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:১৬
নেওয়াজ আলি বলেছেন: সৃজনশীল লেখা।