নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

আজ দুপুরে খুব বৃষ্টি হয়েছিল

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৪


মঙ্গলে যেতে পারিনা বলে মনে হয় রয়ে গেছি পৃথিবীতে । কারণ, যে বৃষ্টির জন্য আমি প্রায়ই চাতকপাখি হয়ে যেতাম, সেরকম বৃষ্টি হলো আজ দুপুরে, একেবারে মুশলধারে । আমি একবারও চেয়ে দেখলাম না, নেচে উঠা তো দূরের কথা । আমার কুজঝুটিকা চোখ এখন শুধুই খাটের এপাশ-ওপাশ, মাঝে মাঝে টিকটিকির শব্দে শুনতে পায় মৃত্যুর পয়গাম । অথচ ভাবতে পারিনা, এখনি কেন মরতে হবে আমাকে ! এখনো তো কত কত কাজ পড়ে আছে আমার !

কয়দিন আগে তিনজন নভোচারী পৃথিবীতে অবতরণ করার পরই তাদেরকে হোম কুয়ারেন্টাইনে পাঠানো হলো; তারমানে মহাকাশে এখনো দীর্ঘ বসবাসের উপযোগী হয়নি মানুষের । আর আমি চাই মঙ্গলে যেতে ! আচ্ছা, বেঁচে থাকাটা খুব কি জরুরী ? না থাকলে কি হয় ? মরতে তো হবেই, আজ অথবা কাল । যেখানে প্রাণী জগতের বেশ কিছু পশুর মধ্যেও করোনাভাইরাস পজিটিভ পাওয়া যাচ্ছে সেখানে আমি, আপনি, আমরা কতটা নিরাপদ ?

বৃষ্টির পর দুপুরে জানলাম, গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত পাচ'শ ছাড়িয়েছে । এখন কি জায়নামাজে বসব, নাকি নাস্তিকদের সাথে সুর মিলিয়ে বলব - ধর্ম তোমাকে বাঁচাতে পারেনি, বাঁচিয়েছে বিজ্ঞান ।

মহান আল্লাহ,তুমি ক্ষমা করো । তোমার সকল সৃষ্টির মাঝ থেকে কিছু কণা, উপকণার রূপান্তর ঘটানোর শক্তি দাও মানুষকে, যা দিয়ে করোনার মত মহামারি রোগ থেকে বাঁচাতে পারে মানুষ তোমার সৃষ্টির সেরা জীবকে ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৭

নেওয়াজ আলি বলেছেন: জনগণ পেটে ভাত চায়।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪২

সাইন বোর্ড বলেছেন: বেঁচে থাকা এবং পেটে ভাত - দুটোই দরকার । এখন করোনাকাল, মানুষ দিশেহারা বিশেষ করে আজকের আক্রান্তের সংখ্যায় । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং নিরাপদে থাকুন ।

২| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৫

আল-ইকরাম বলেছেন: পড়লাম। পড়ে যেমন ভাল লাগল তেমনি মন টা খারাপ হয়ে গেল। মহান আল্লাহ্ পাক’ই জানেন ভবিষ্যতে আমাদের জন্যে কি অপেক্ষা করছে? আল্লাহ্ পাক্ আমাদের সকল কে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করুন।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০০

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং নিরাপদে থাকুন ।

৩| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১০

ব্লগার_প্রান্ত বলেছেন: খুব করুণ ছবিটি।
লেখায় +

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৬

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং নিরাপদে থাকুন ।

৪| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৮

রুদ্র নাহিদ বলেছেন: এইতো কেবল শুরু... সকাল হতে অনেক অনেক দেরি। ক্ষুধা পেটে ধর্ম, বিজ্ঞান, দর্শন, বৃষ্টি সবই মূল্যহীন।

২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৯

সাইন বোর্ড বলেছেন: সঠিক বলেছেন, মানুষ কোনটাকে প্রতিরোধ করবে, ক্ষুধা না করোনা ? অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।

৫| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৯

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.