নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
যেমন অনেকেই যাচ্ছে, মাছের ড্রামের ভেতর
মুখ লুকিয়ে
উপরে মোটা তাবু খাটিয়ে, ট্রাকের উপর চেপে,
ভেতরে কবরের অন্ধকার
ট্রাক চলছে...
বুকের ভেতর ছলছলে ঢেউ, আমি ভেসে যাচ্ছি
দূরে আরো দূরে...
ঐ তো আমার গ্রাম, মাথাভাঙ্গা নদী
ওপারে সবুজ ফসলের মাঠ,
চেয়ে দ্যাখো মা, আমি চলে এসেছি
আব্বা কোথায় ?
কেউ নেই, কোথাও নেই
এটা তো একাত্তর নয়, পচিশে মার্চের পর অন্ধকার রাত
সবাই পালাচ্ছে, দৌড়-দৌড়-দৌড়...
তবু শরনার্থী আমি, আজ, ঠিক এখনি
পালিয়ে যেতে চাই -
দমবন্ধ এই ঘর ছেড়ে, বিষন্ন এই শহর ছেড়ে
প্রতিদিন শত শত আক্রান্তের সংবাদ না শুনতে
একবার হলেও পালিয়ে যেতে চাই, আমার গ্রামে, সবুজের কাছে ।
২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৭
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।
২| ২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৮
মীর আবুল আল হাসিব বলেছেন: ক্রিয়েটিভিটিতে আমরা সেরা ছিলাম, আছি এবং থাকব
২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০৫
সাইন বোর্ড বলেছেন: পরিস্থিতিই মানুষকে বুদ্ধি বের করে আনতে সহায়তা করে, অনেক সময় অবশ্য সে বুদ্ধিতে জীবনের ঝুঁকিও থাকে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।
৩| ২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৫
সোহানখুলনা বলেছেন: জীবনের মায়া কার না নাই সবাই চাই আপন নিড়ে যেতে
২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২২
সাইন বোর্ড বলেছেন: কিন্তু সে সুযোগটা এখন অনেকটাই সংকুচিত হয়ে গেছে । সত্যিই গ্রামে থাকতে পারলে অনেক ভাল ওনিরাপদ থাকা যেত । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।
৪| ২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। যদি এটা কে যুদ্ধ বলতে চান তবে এটি বিশ্বযুদ্ধ।
এটা আসলে ধৈর্য্য আর বেঁচে থাকার পরীক্ষা । এই পরীক্ষায় কার কেমন অবস্থা সেটি আসলে। প্রকৃত মুসলমান
মরলে শহীদ বাঁচলে গাজী।
২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২১
সাইন বোর্ড বলেছেন: অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধ, কারণ আগের দুটো বিশ্বযুদ্ধে কিন্তু পৃথিবীর এত দেশ সম্পৃক্ত হয়নি । এখন সবাই যে যার অবস্থান থেকে যুদ্ধ করে যাচ্ছে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।
৫| ২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৩
তারেক_মাহমুদ বলেছেন: সত্যি আমারও গ্রামের জন্য মন কাদছে, এই সময়টা গ্রামে থাকলে এরচেয়ে অনেক ভাল থাকতাম।
২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:১৮
সাইন বোর্ড বলেছেন: আমি প্রথমেই মনে প্রাণে চেয়েছিলাম গ্রামে যেতে, কিন্তু আপনার ভাবীর অনিচ্ছার কারণে যেতে পারিনি । এখন সময়টা এমন যে, ইচ্ছে করলেও আর যাওয়া সম্ভব না । শুনছি গ্রামের মানুষও ঢাকা ফেরৎ মানুষকে খুব একটা ভাল ভাবে নিচ্ছে না । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।
৬| ২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৭
রাজীব নুর বলেছেন: আমারও গ্রামে যেতে ইচ্ছা হয়। আমাকে সাথে নিয়ে যাইয়েন।
২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০৭
সাইন বোর্ড বলেছেন: আপনি যদি সত্যই আমার গ্রামে যেতে চান,তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই নিয়ে যাব । আমার মনে হয় আপনারও খুব একটা খারাপ লাগবে না । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৪
নেওয়াজ আলি বলেছেন: নিপুন ।