নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
চোখ বন্ধ করে বসে আছি । মধ্য গঙ্গা ।
ডিঙ্গি নৌকা । মাতাল হাওয়া । এপার-ওপার ।
মেঘলা আকাশ । বৃষ্টির খই । লুটোপুটি ।
দুপুর গড়ে বিকেল । মায়ের ডাক । আব্বার বকুনি ।
লাল চোখ । পিঠের উপর তিনটে বেতের বাড়ি ।
উড়নচন্ডি । এত সময় কেউ নদীতে থাকে ?
চোখ খুলি । জানালার গ্রিল । আবছা আকাশ ।
বিষন্নতা । খবরের শিরোনাম । আবার আতংক ।
মানুষের জটলা । অনবরত হেঁটে যাওয়া ।
টাকার দরকার । ক্ষুধা বাড়ছে । ফ্যাক্টরী কি খুলছে ?
ঐ তো একটা পাবলিক ট্রান্সপোর্ট । দৌড় লাগা ।
সাহায্যে পেট ভরবে না । করিনা মৃত্যুর পরোয়া ।
আক্রান্ত হবো । মরব । ছড়াব । ঘরে-বাইরে ।
মগজে-মননে । চুরিতে-সাধুতে । জীবনে-মরণে ।
২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:১৪
সাইন বোর্ড বলেছেন: সময়টা এমন যে, আমরা সবাই আক্রান্ত, বিভিন্নভাবে । কিন্তু মুক্তির উপায়টা এখন পর্যন্ত অজানা । কখন, কবে আসবে সেই শুভ দিন,কারোর জানা নেই । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।
২| ২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।
৩| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৭
ব্লগার_প্রান্ত বলেছেন: ++++ ভালো লাগলো
২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৭
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।
৪| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০২
নেওয়াজ আলি বলেছেন: অনুপম,
২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৭
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০৫
কালো যাদুকর বলেছেন: শেষের লাইনটা বেশ হয়েছে, মগজে-মননে। চুরিতে-সাধুতে। জীবনে-মরণে।
আসলেই করোনা, সকলকেই এক করতে পেরেছে।
সময়টা খুবই খারাপ, মানুষকে হ্য়ত বাছতে হবে, করোনাতে মরবে, না ক্ষুধাতে--- বরই কদর্য সময়।