নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
#
পিছনের রাস্তাটা বরাবরই খোলা ছিল তোমার; তাই তুমি হয়ত ধরেই নিয়েছিলে, কেউ জানবেনা প্রতিদিন তুমি ইচ্ছে মত পাড়া-মহল্লায় দাপিয়ে বেড়াও । যেহেতু তুমি এখনো আক্রান্ত হওনি এবং তোমার বিশ্বাস ভবিষ্যতেও হবেনা । তাই নারায়নগঞ্জ থেকে পালিয়ে আসার তিন দিন পর যে ছেলেটা জ্বর, সর্দি, গলাব্যথা নিয়ে মারা গেল, অনেক মাথামোটার মত তুমিও ধরে নিয়েছিলে, ওটা নিছক মৌসুমী আবহাওয়ার কারণে হয়েছে । এরপর তোমার আশেপাশে পাঁচজন করোনারোগী সনাক্ত হলো, তুমি পাত্তা দিলেনা । যদিও মৃত ছেলেটার শরীরে করোনাভাইরাস ছিল কি না, তা আজও জানা যায়নি ।
এত কিছুর পর তুমি এখনো বেপরোয়া,বন্ধুদের সাথে এক জায়গায় গাদাগাদি করে বসে সিগারেট খাও, আড্ডা দাও । তোমার বাবা-মা তোমাকে কিছু বলেনা, কারণ তুমি তাদের কথা শোনোনা । অথচ তুমি বুঝতে পারছো না তোমার কারণে তোমার বাবা-মায়ের জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে ।
#
তোমার ক্ষুধাকে নিবৃত্ত করতে পারব না বলে বলতে পারছি না, তুমি ফ্যাক্টরীতে যেওনা, আমাদের সামনে এখনো অনেক বিপদ, বাতাসে তার প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় । এখন তুমি ক্ষুধায় মরবে না করোনা সংক্রমিত হবে, তা তোমাকেই ঠিক করতে হবে । তুমি পর পর দুটো হাঁচি দিলে তোমার ধারে কাছে কেউ আর আসবে না । এমন কি তোমাকে গলাধাক্কা দিয়ে বেরও করে দিতে পারে ফ্যাক্টরী থেকে ।
২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০১
সাইন বোর্ড বলেছেন: করোনার কথা চিন্তা করলে পৌষ মাস, আর প্রকৃতির কথা চিন্তা করলে বৈশাখ মাস ।
২| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৪
নতুন বলেছেন: এই ভাবে কোন আহাম্মক রাস্তা বন্ধ করেছে?
জরুরী দরকারে এম্বুলেন্স কি ভাবে যাবে? এই রকমের কয়েকটা বেরিটেড খুলতে খুলতে রোগী শেষ হয়ে যাবে।
২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৬
সাইন বোর্ড বলেছেন: জরুরী দরকারে এম্বুলেন্সের কথা বাদ দিলে জায়গা নির্বাচনটা ঠিকই ছিল, এ ছাড়া মানুষকে ঘরে আটকে রাখার বিকল্প কোন রাস্তা নেই । মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৩| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১:১৮
নেওয়াজ আলি বলেছেন: এইসব রাস্তা বন্ধ করা বেকুবি । মন্দির খোলা , শিল্পকারখানা খোলা রাস্তা বন্ধ ।
২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৮
সাইন বোর্ড বলেছেন: এক হিসেবে তাই'ই, কারন কোন কিছুই আধাআধি করে লাভ নেই । অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৪
রাজীব নুর বলেছেন: এটা কি বৈশাখ মাস , না পৌষ মাস তা বুঝতে পারছিনা ।