নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

কৃষক বন্ধু

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৬


ক্যামেরা রেডি । ওয়ান-টু-থ্রি । শুরু হলো ধান কাটা

কাস্তে হাতে কৃষক বন্ধু, ধান কাটছে, ঘচা ঘচ...
আহা, এতো শুধু এমপি নয়, জনদরদী চাষা,
সবাই স্লোগান দিল, জয় বাংলা !

এ পর্যন্তই । কাট ।

- স্যার, আমার কাঁচা ধানগুলো এভাবে কেটে ফেললেন ?
- বলিস কি ? এগুলো পাকলে তো সব এক একটা ধানের শীষ হয়ে যাবে, আমি তখন নৌকা পাব কোথায় ?
- তাই বলে কাঁচা ধান কাটা কি ঠিক হলো ?
- হুরমুত, এসব তুই বুঝবি না । মায়ের আদেশ আর আমার পারফরম্যান্স, কাঁচা-পাকা কোন ব্যপার না ।
- স্যার, আমি শুনেছি সরকার বিপদগ্রস্থ্য কৃষকের পাকা ধান কেটে দেওয়ার জন্য বলেছে ।
- তুই ঠিকই শুনেছিস, এখন তোর ধান যদি এতদিনেও না পেকে থাকে তাহলে আমি তো অপেক্ষা করতে পারব না । আমার কাস্তে আছে, ক্যামেরা আছে, লোক-লস্কর আছে, ধান কেটে দিচ্ছি...

এসব কথা শোনার পর হুরমুত আলী আর দাঁড়াতে পারল না, কোন কথা না বলে আকাশের দিকে একবার তাকিয়ে বিড় বিড় করে কি যেন বলতে বলতে চলে গেল ।



মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

কাগজের হেলমেট বলেছেন: বর্তমান কালের বিভিন্ন ধান কাটার পিক দেখে আমার এমন ই মনে হইসে। আমরা ধান কাটার জন্য নামলে কাপড়ের ১২টা বেজে যায়। কিন্তু পিক এ দেখি নতুন কাপড়। বোঝার আর বাকি থাকে না দেখলে।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০২

সাইন বোর্ড বলেছেন: সস্তায় শুভ দৃষ্টি এবং প্রচার, মানুষ কি এতই বোকা ? অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

২| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৮

জুন বলেছেন: কাচা ধান কাটতেছে ভালোই তো করতেছে সাইনবোর্ড। আপনাদের কিছুই পছন্দ না। পাকা ধান কাটতে গেলে আবার বলতেন " দেখো আমার পাকা ধানে মই দিতে আসছে" /:)
:`>

২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:১২

সাইন বোর্ড বলেছেন: তা অবশ্য ঠিকই বলেছেন, বেচারা ওরাই বা যাবে কোথায় ! হাজার হলেও দুঃসময়ের কৃষক দরদী বন্ধু !

ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৩| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৩

নেওয়াজ আলি বলেছেন:

২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৫

সাইন বোর্ড বলেছেন: ভেতরে বাহিরে সব কিছুই নর্দমা হয়ে গেছে, তাকে স্বচ্ছ জলে গোসল করিয়েও কোন লাভ নেই । ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৪| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই বিড় বিড় যেদিন বজ্রনিনাদ হয়ে শব্দ করে উঠবে.. সেদিন হবে ইতিহাস!

হায় ভন্ডামী!!!
একটা মাত্র থাকা উচিত!

কাঁচা ধান কেটে ফটোসেশন!!!!
মাথামুথা কি সব গেছে????

২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:০২

সাইন বোর্ড বলেছেন: ভন্ডামিই যদি আখের গোছাতে সহায়তা করে তাহলে ভন্ডামিই ভাল । সহজ প্রচার, স্বাস্থ্যকরও বটে ।

নিস্তেজ বাঙালি, বজ্রনিনাদ শব্দ করবে ?

ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৫| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৮

রাজীব নুর বলেছেন: ধানকাটা নিয়ে লোকজন হাস্যকর কাজ করছে। এরা জাতির নির্বোধ লোকজন।

২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৮

সাইন বোর্ড বলেছেন: সহজ প্রচার, স্বাস্থ্যকরও বটে । ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৬| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এসব কথা শোনার পর হুরমুত আলী আর দাঁড়াতে পারল না, কোন কথা না বলে আকাশের দিকে একবার তাকিয়ে বিড় বিড় করে কি যেন বলতে বলতে চলে গেল ।

হুরমুত আলী আকাশের দিকে একবার তাকিয়ে বিড় বিড় করে বললো " আল্লাহ তোর কাছে বিচার দিয়া গেলাম"

২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৫১

সাইন বোর্ড বলেছেন: দূর্বলের শেষ ভরসায় হলো সৃষ্টি কর্তা, শুধু হুরমুত আলী একা নয়,অনেকেই । ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৭| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫৩

আহা রুবন বলেছেন: পেছনের গরুগুলোকে খাওয়ানোর জন্য কাঁচা ধান কেটেছে। এত কম বোঝেন কেন?

২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৯

সাইন বোর্ড বলেছেন: হাচা কতা কইছেন, তবে যে ধান কাটছে সে হলো গরু আর পিছনের গুলো টুরু, সংক্ষেপে গরুটুরু । ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৮| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ২:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শ্বশুরের ধানক্ষেত পাইলে যা হয়, খুশি মনে কাঁচাধানে কাস্তে চালিয়ে

২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৭

সাইন বোর্ড বলেছেন: তা তো বটেই ।

৯| ২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৪

খাঁজা বাবা বলেছেন: রাজীব নুর বলেছেন: ধানকাটা নিয়ে লোকজন হাস্যকর কাজ করছে। এরা জাতির নির্বোধ লোকজন।

এই সরকারে যারা আছেন এবং যারা সরাসরি বা ইনিয়ে বিনিয়ে সমর্থন দিচ্ছেন, বলতে চাচ্ছেন এতে সরকারের কি দোষ, এদেরই দোষ। তারা সবাই নির্বোধ। আর যদি বোধ থেকেই থাকে তো দেশদ্রোহী।

২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৬

সাইন বোর্ড বলেছেন: এরা মানুষকে এখনো বোকা ভাবে, আর ভাববেই বা না কেন, সব অনাচারই তো তারা একের পর এক করে যাচ্ছে । মানুষ তো শুধুই দর্শক । ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

১০| ২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩০

কে টি রনি বলেছেন: আপনার পোস্ট অনেক সুন্দর হয়েছে, আপনি প্রকাশ করতে পেরেছেন, আমার খুব হাসি পাচ্ছে ছবিটা দেখে ধান পাকে নাই এখনো কাচা ধান কাটা শুরু করে দিছে মুজিব নেতা হাহা হাহা হাহা হাহা হাহা হাহা হাহা হাহা হাহা হাহা হাহা

২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪০

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল । ধন্যবাদ ।

১১| ২৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সহজ প্রচার, স্বাস্থ্যকরও বটে । ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

এরকম নাটকিয় প্রচার মানুষের মমতা ভালোবাসা পায় না।

২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

সাইন বোর্ড বলেছেন: সেটা তো বলার অপেক্ষায় রাখেনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.