![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
#
জলের সঙ্গে যুদ্ধ করে ডাঙ্গার সাপ । যদিও জল জানে, তার কোন বিষদাঁত নেই, ওপারে গেলেও সে কাউকে দংশন করতে পারবে না; তবু জল তাকে তার বুকের উপর দিয়ে সাঁতরাতে দেবেনা । কারণ ওপারে গেলে সে যদি সর্পরাজ হয়ে যায় ! সব ওঝা যদি তাকেই নমঃ নমঃ করতে শুরু করে ! তখন জলের ইজ্জত বলে যে আর কিছুই থাকবে না । তার চেয়ে সাপ বরং ডাঙ্গাতেই লেজ নড়াতে থাকুক । জলের উপর দিয়ে তাকে কিছুতেই পার হতে দেওয়া যাবেনা ।
আহারে জল, কী তার শক্তিমত্তা আর উথাল-পাথাল ঢেউ !
#
দু'বার করোনা টেস্ট করার পর যার রেজাল্ট নেগেটিভ এসেছিল
সে ছিল একজন ব্যাংকার
ঘরে বসেই অফিসের সব কাজ করত এক সপ্তাহ ধরে,
তার সব উপসর্গগুলোও ছিল স্বাভাবিক দিনের মতই
কারণ টেস্ট রেজাল্ট নেগেটিভ, পাত্তা দেওয়ার বেশি কিছু নেই
তবু মনের শংকা দূর করার জন্যই হাসপাতালে গিয়েছিল এক সন্ধ্যায়
উপস্থিত ডাক্তার তাকে দেখেই ভর্তি করে নিয়েছিল;
রাত দশটা থেকে বারটা, প্রাণবন্ত এক মানুষ, ফোনে পরিবারের সাথে কথা, মেয়েকে শান্তনা
এবং অবশেষে রাত একটায় তার মৃত্যু
খবরদার, বলোনা প্রথম টেস্টকিট দু'টি ছিল কিটক্যাট এবং
মৃত্যুর আগের (তৃতীয়) টেস্টকিট ছিল তার ফিটফাট !
২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৬
সাইন বোর্ড বলেছেন: গাঙের এখন ভরা যৌবন, শুকনা হওয়ার সম্ভাবনা নেই । সাপ, ব্যাং, কেঁচোদের ডাঙ্গাতেই কাচুমাচু করতে হবে দিনের পর দিন...।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
২| ২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:১২
নেওয়াজ আলি বলেছেন: Salute
২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং নিরাপদ থাকুন ।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৫০
রাজীব নুর বলেছেন: "শুকনো গাঙে আসুক
জীবনের বন্যা উদ্দাম কৌতুক---"