নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১/
ব্যপারাটা অনেকটা এরকমই, তুমি ফসল ফলালেই ওরা আসবে
শুধু মিয়ানমার, ইন্ডিয়া থেকে নয়; সারা পৃথিবী থেকে
এসে যোগ দেবে এখানে
তারপর খাওয়া শুরু করবে, খেয়ে খেয়ে বংশ বিস্তার করবে;
একে একে নষ্ট করে দেবে তোমার ফসল, চিন্তা, চেতনা...
তুমি তখন লাটিমের মতো ঘুরবে আর ভাববে -
শালা এতো দেখছি সত্যিই পঙ্গোপাল রে,
এগুলোকে এখন দমন করা যায় কিভাবে ?
আমাদের কৃষিবীদরা কী যে করে !
২//
চেতনায় ঠাসা পকেট, নগদে নগদ;
এই করোনা কালেও বেশ উর্ধ্বমুখী বাজার...
তুমি ফুল গাছে পানি দিয়ে রাতে ঘুমাতে গেছ,
সকালে সব তছনছ !
এখনো রাজাকার এবং মুক্তিযোদ্ধা তৈরী হয় একই কারখানায় ।
০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:২২
সাইন বোর্ড বলেছেন: তাহলে অপেক্ষায় থাকেন ।
২| ০২ রা মে, ২০২০ রাত ৮:৩৪
নেওয়াজ আলি বলেছেন: এখন যারা গরীবের হক চুরি করছে তারাই রাজাকার ।
০৩ রা মে, ২০২০ দুপুর ১২:১৫
সাইন বোর্ড বলেছেন: এসব রাজাকার শুধু এখন না, অনেক দিন ধরেই পয়দা হচ্ছে ।
অসংখ্য ধন্যবাদ, ভাল এবং সুস্থ্য থাকুন ।
৩| ০২ রা মে, ২০২০ রাত ৯:২২
মিরোরডডল বলেছেন: লেখাটা সব সময়ের মতোই ভালো, সবই ঠিক আছে শুধু এই ছবিটা না দিলে ভালো হতো অথবা ছোট করে দিলে । আমার আবার এরকম কীট পতঙ্গের ছবি দেখলে একটু কেমন যেন লাগে
০৩ রা মে, ২০২০ দুপুর ১২:১৩
সাইন বোর্ড বলেছেন: ক্ষতিকর কীট পতঙ্গের প্রতি মায়া থাকা ভাল না, যদিও আমি নিজেও ঘাস ফড়িং পছন্দ করি । কিন্তু পঙ্গোপালের ব্যপারাটাই আলাদা, এরা এখন শুধু ফসলের মাঠে নয়, ভদ্র সমাজেও ঢুকে পড়েছে । ছবি এডিটিং এ আমি একেবারেই গোল্লা ।
অসংখ্য ধন্যবাদ, ভাল এবং সুস্থ্য থাকুন ।
৪| ০৩ রা মে, ২০২০ সকাল ১১:১৬
উদাসী স্বপ্ন বলেছেন: মুসলমানদের জন্য পঙ্গোপাল খাওয়া হালাল
ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাঃ বলেছেনঃ খাদ্যরূপে ‘দু’প্রকারের মৃত প্রাণী এবং দু’প্রকার রক্তকে আমাদের মুসলিমদের জন্য হালাল করা হয়েছে। দু’প্রকার মৃত প্রাণী হচ্ছেঃ টিড্ডি (পঙ্গপাল) ও মাছ। এবং রক্তের দু’প্রকার হচ্ছে হালাল প্রাণীর কলিজা ও হৃৎপিণ্ড।বুখারী ৫৪৯৫, মুসলিম ১৯৫২, মুসলিম ১৮২১, ১৮২২, নাসায়ী ৪৩৫৬, ৪৩৫৭, আবূ দাউদ ৩৮১২, আহমাদ ১৮৬৩৩, ১৮৬৬৯, দারেমী ২০১০। বুলুগুল মারাম: ১৩।
অন্য বর্ণনায় আছে, ‘আমরা তাঁর সাথে পঙ্গপাল খেয়েছি।’ (বুখারী-মুসলিম) [1]
* [অর্থাৎ পঙ্গপাল খাওয়া হালাল এবং তা মাছের মত মৃতও হালাল।]
[1] সহীহুল বুখারী ৫৪৯৫, মুসলিম ১৯৫২, তিরমিযী ১৮২১, ১৮২২, নাসায়ী ৪৩৫৬, ৪৩৫৭, আবূ দাউদ ৩৮১২, আহমাদ ১৮৬৩৩, ১৮৬৬৯, ১৮৯০৮, দারেমী ২০১০
بَابُ اَحَادِيْثِ الدَّجَّالِ وَاَشْرَاطِ السَّاعَةِ وَغَىْرِهَا
وَعَنْ عَبدِ اللهِ بنِ أَبِي أَوْفَى رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: غَزَوْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ نَأكُلُ الجَرَادَ . وَفِي رِوَايةٍ : نَأكُلُ مَعَهُ الجَرَادَ . متفق عليه
পরিচ্ছেদঃ ৩৭০ : দাজ্জাল ও কিয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে
২৬/১৮৪২। আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘আমরা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে থেকে সাতটি যুদ্ধ করেছি, তাতে আমরা পঙ্গপাল খেয়েছি।’
অন্য বর্ণনায় আছে, ‘আমরা তাঁর সাথে পঙ্গপাল খেয়েছি।’ (বুখারী-মুসলিম) [1]
* [অর্থাৎ পঙ্গপাল খাওয়া হালাল এবং তা মাছের মত মৃতও হালাল।]
[1] সহীহুল বুখারী ৫৪৯৫, মুসলিম ১৯৫২, তিরমিযী ১৮২১, ১৮২২, নাসায়ী ৪৩৫৬, ৪৩৫৭, আবূ দাউদ ৩৮১২, আহমাদ ১৮৬৩৩, ১৮৬৬৯, ১৮৯০৮, দারেমী ২০১০
আসুন সবাই দলে দলে পঙ্গোপাল ফ্রাই খেয়ে সুন্নতী আমল করি
০৩ রা মে, ২০২০ দুপুর ১২:০৭
সাইন বোর্ড বলেছেন: দারুণ একটা দাওয়ায় দিলেন, খেতে না পারলেও অন্তত ভাজা ভাজা করা যায়, তাতেও যদি ওদের বংশ নিপাত যায় । অনেক ধন্যবাদ, ভাল এবং সুস্থ্য থাকুন ।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:১৯
রাজীব নুর বলেছেন: পঙ্গোপালের কথা কুরআনে আছে। কুরআনে যা লেখা আছে তা ঘটবেই।