নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
সুফল পাওয়া শুরু হয়ে গেছে
দীর্ঘ খরার পর যেমন এক পশলা বৃষ্টি,
ব্যপারটা ঠিক তেমনটাও নয়, তবে
ফসলের প্রত্যাশায় কৃষক যেমন বিজ বোনে,
তেমনি
গার্মেন্টস খুলে দিলে কর্মহীন শ্রমিক কাজ পাবে
মাস শেষে পকেটে কিছু টাকা আসবে,
তা দিয়ে চাল, ডাল, আটা, তেল, নুন কিনে খেয়ে বেঁচে থাকবে
তার চেয়েও বড় কথা, দেশের অর্থনীতির চাকা ঘুরবে
যুক্তিটা খুব সহজই ছিল
তাই দীর্ঘ পথ পায়ে হেঁটে আবার ঢাকা এসেছিল তারা
তারপর কাক ডাকা ভোরে ছুটল কাজে, যদিও এদের অনেককেই
কাজে নেওয়া হলো না, বকেয়া বেতন দেওয়া হলো না
তারপরও কাউকে কাউকে কাজ দিয়ে বলা হলো, ভয় নেই
নিরাপদ দূরত্ব রেখে তারা কাজ করবে
তাদের সব দায়ভারও নেওয়া হবে ।
চাঁদের বুড়ি যেমন সৃষ্টির পর থেকে আমাদের ফাঁকি দিয়ে আসছে
রাত হলে সন্তানদের কপালে টিপ দেওয়ার কথা বলে,
আমরা মিথ্যা গল্প শোনাচ্ছি বছরের পর বছর, যদিও
আমরা জানি এসব গল্প মিথ্যা, সত্য হয়নি কখনো, হবেনা
তবে এখনকার গল্পগুলো সব সত্য, সাভারে সাতজন করোনা
আক্রান্তের মধ্যে ছয় জনই পোশাক শ্রমিক,
নারায়নগঞ্জ, গাজীপুরের কথা নতুন করে বলার দরকার নাই
কারণ সারা বাংলাদেশে কারা করোনা ভাইরাস বহণ করেছে
সেটা আমরা সবাই জানি ।
০৩ রা মে, ২০২০ দুপুর ১২:৩১
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ০৩ রা মে, ২০২০ দুপুর ১২:৪৯
ঢাবিয়ান বলেছেন: স্রেফ একজন লুটেরার পকেট ধরে টান মারলে , এই গার্মেন্ট শ্রমিকদের এক বছরের বেতন দেয়া সম্ভব হবে।
০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৬:০১
সাইন বোর্ড বলেছেন: কথা দিয়েও বকেয়া বেতন যারা দেয় না, তারা দেবে পকেটের টাকা ! যাইহোক, প্রার্থনা করি আগামিতে যেন বড় ধরণের ঝুঁকির মধ্যে না পড়ি আমরা ।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
৩| ০৩ রা মে, ২০২০ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: চাকা ঘুরতে থাকলে মানুষ দুটো খেতে পারবে।
০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৬:০৩
সাইন বোর্ড বলেছেন: সচেতন সব মানুষই সেটা চা্য়, কিন্তু বড় ধরণের ঝুঁকি এড়িয়ে সেটা কি এই পরিস্থিতিতে আদৌ সম্ভম ?
ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০২০ দুপুর ১২:২৭
নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দ বুনন ।