নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

এখনো আকাশটা পরিষ্কার

০৪ ঠা মে, ২০২০ সকাল ১০:৪৮


১/
বিএসএমএমইউ
নিচে দুই ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ
বিকেলে জানানো হলো আজকের মত করোনা টেস্ট শেষ

ততক্ষণে বৃদ্ধ তার নিজের টেস্ট নিজেই করে ফেলেছে

এটাও করোনা উপসর্গে স্পট ডেড, নমুনা সংগ্রহ করা হয়েছে
ফলাফল আসতে আরো কয়েক দিন সময় লাগবে ।

২/
আক্রান্ত বেশি হলে ঐ ফ্যাক্টরী সাময়িকের জন্য বন্ধ করে দেওয়া হবে, সংক্রমণ কমলে আবার খুলে দেওয়া হবে; কারণ বেশি রোগী হয়ে গেলে তাদের রাখার জায়গা দেওয়া যাবেনা ।
.... স্বাস্থ্যমন্ত্রী

৩/
দেশে দ্বিতীয় ডাক্তারের মৃত্যু হলো,
নামঃ কর্নেল (অব) অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান

তাকে কে্উ শহীদি মর্যাদা দিয়েছে কি না
এখনো জানা জায়নি ।

৪/
আইসিইউ-তে মুনতাসীর মামুন

দশ দিন আগে তার করোনা টেস্ট নেগেটিভ এসেছিল ।


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২০ সকাল ১১:১১

জাফরুল মবীন বলেছেন: করোনা বিষয়ক সঠিক তথ্য জানা এবং সে অনুযায়ী দ্রুত পদক্ষেপ না নেওয়ার করুণ পরিণতির এসব আলামত আরও দেখতে হতে পারে।

০৪ ঠা মে, ২০২০ সকাল ১১:২১

সাইন বোর্ড বলেছেন: সাধারন আম-জনতা ভয়ে ভয়ে হলেও কেউ কেউ হয়ত কিছু আলামত ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সঠিক পদক্ষেপ নেওয়ার দায়িত্ব সরকারের আর আমাদেরও উচিৎ অবশ্যই সাবধানে থাকা । পড়া ও যৌক্তিক মন্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

২| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: ছবিটা দেখে খুব মন খারাপ হয়েছে।

০৪ ঠা মে, ২০২০ বিকাল ৫:২৭

সাইন বোর্ড বলেছেন: এমন অবস্থা দেখলে সবারই মন খারাপ হওয়ার কথা ।

৩| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:৩৮

নেওয়াজ আলি বলেছেন: আচ্ছা সিঙ্গাপুরে এইভাবে রাস্তায় মরে পড়ে থাকে কিনা।

০৪ ঠা মে, ২০২০ বিকাল ৫:২৯

সাইন বোর্ড বলেছেন: সিংগাপুরের চেয়ে উন্নত বাংলাদেশে যদি এই অবস্থা হয়, তাহলে ওখানে তো আরো খারাপ অবস্থা হওয়ার কথা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.