নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

শপিং এ যাওয়ার সময় হলো

০৫ ই মে, ২০২০ সকাল ১১:৪৮


এখন থেকে কেউ আর বলবে না তোমাকে
ঘরে থাকো । ইচ্ছে হলেই
যেতে পারো রাস্তায়, বাজারে, ফ্যাক্টরীতে, অফিসে, শপিং এ...

এখন থেকে তোমার দায় তোমাকেই নিতে হবে
মৃত্যুর সাথে হেসে-খেলে

যদিও বরাবরই তুমি দায়িত্বহীন ছিলে । মনে পড়ে
তোমার জন্যেই ডাকাতি করতে হয়েছিল রাতে
দিনের বেলায় সমর্থন না দেওয়াতে ?
জানি, মন থেকে আজও মেনে নিতে পারোনি
সুযোগ পেলে এখনো গালি দাও আড়ালে-আবডালে

সব সহ্য করেছি

কারণ জানতাম, একদিন সময় আসবে হাতে
সেদিন অসহায়ের মত চেয়ে থাকবে আকাশে,
তুমি খেয়া ঘাটের যাত্রী হবে, নৌকা বাঁধা থাকবে ওপারে

আর দেরি কেন, এখনি বের হও পথে, নিজের সাথে
নিজে বোঝাপড়া করে ।
সেলিব্রেটি, তুমিও শপিং এ যাও

কতদিন শপিং করোনি ব্যাগ ভরে !


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২০ দুপুর ১:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পড়ে ভালো লাগলো।

০৫ ই মে, ২০২০ বিকাল ৫:০৫

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ০৫ ই মে, ২০২০ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: বাহ চমতকার।

০৫ ই মে, ২০২০ বিকাল ৫:০৫

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ০৫ ই মে, ২০২০ দুপুর ১:৪৯

নেওয়াজ আলি বলেছেন: বস্তা ভরে শপিং মল হতে করোনা এনে পরিবারে সবাইকে দিবে সবাই

০৫ ই মে, ২০২০ বিকাল ৫:০৪

সাইন বোর্ড বলেছেন: নিজের সিন্ধান্ত নিজেই নিতে হবে । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ০৫ ই মে, ২০২০ বিকাল ৩:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ;
সেই প্রত্যাশিত সময় শেষমেষ এসেই গেলো!!
সবই সাজানো গোছানো থাকবে কেবল তুমি নাই
বস্তাভরা শপিং পড়ে রইবে দরজার ওপারে!!

০৫ ই মে, ২০২০ বিকাল ৫:০৩

সাইন বোর্ড বলেছেন: ফাঁদ পাতা আছে, ভেতরে টোপও দেওয়া, এখন গেলেই ধরা । সিদ্ধান্ত নিতে হবে নিজেকে । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.