নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

করোনার চেয়েও নিষ্ঠুর

০৬ ই মে, ২০২০ দুপুর ১:১০


১/
বাষট্টি বছরের এক বৃদ্ধ
মারা গেছে অন্য কোন অসুখে - করোনা নয়;
হতে পারে বর্ধক্য জনিত কারণেও

তার লাশ নিজ গ্রামে বা আশেপাশে কোথাও দাফন করতে দেওয়া হয়নি

রাত দুপুর । ছেলে ভ্যান চালাচ্ছে, মা লাশের পাশে বসে আছে
এ গ্রাম সে গ্রাম ঘুরে ঘুরে ওরা ক্লান্ত !

মানুষ কি করোনার চেয়েও নিষ্ঠুর হয়ে যাচ্ছে ?

পরে অবশ্য পুলিশ এসে লাশটি দাফন করার ব্যবস্থা করেছে ।

২//
বেঁচে থাকার জন্য যখন এত নিষ্ঠুরতা, তখন
ঘরের বাইরে যাওয়ার জন্য এত অস্থিরতা কেন ?

তোমাকে তো মুক্ত করেই দেওয়া হচ্ছে
পথে, ঘাটে, অফিসে, আদালতে, শপিং এ...

শুধু বাইরে যাওয়ার আগে একবার মনে রেখ -
এপ্রিলের পাঁচ-এ যা ছিল ৭০, মে-এর পাঁচ-এ তা ৭৮২ ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২০ দুপুর ১:৫৫

নেওয়াজ আলি বলেছেন: কিছু মানুষ জানোয়ার চেয়েও খারাপ

০৭ ই মে, ২০২০ সকাল ১১:৪০

সাইন বোর্ড বলেছেন: নিষ্ঠুরতারও একটা সীমা থাকা উচিৎ ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ০৬ ই মে, ২০২০ দুপুর ২:১৪

নীল আকাশ বলেছেন: এইদেশে মানুষ পশুর চেয়ে বেশি পাশবিক হয়ে যাচ্ছে।

০৭ ই মে, ২০২০ সকাল ১১:৪২

সাইন বোর্ড বলেছেন: এসব গ্রাম বাসিকে নিন্দা জানানোর ভাষা জানা নেই, কী আজব মানুষ এরা !

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ০৬ ই মে, ২০২০ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: আপনি কি জানেন, সামাজিক দূরত্ব মেনে কাল জোহর থেকে মসজিদে জুম্মা, তারাবিসহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যাবে- ধর্ম মন্ত্রণালয়

০৭ ই মে, ২০২০ সকাল ১১:৪৪

সাইন বোর্ড বলেছেন: সবই জানি, ভাইরাসকে আমন্ত্রণ জানিয়ে বাসায় নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে । কিছু বলার নেই ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.