নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

পাপ- পূন্যে কাটাকাটি

০৭ ই মে, ২০২০ সকাল ১১:২৯


১/
তোমাকে বাঁধা দিতে গিয়ে যদি আমারও হয়ে যায়
দিন আনি দিন খাই অবস্থা, তাহলে
আমার হাতুড়ি হাতও আর শক্তি পাবেনা

তাই, তুমি বরং ভাগাড় খুলে শকুনের জন্য অপেক্ষা করো...

মোল্লাদেরকেও বলে দেওয়া হয়েছে, মসজিদে প্রার্থনা করতে

২//
এক ছেলে তার বাবাকে বাড়িতে ঢুকতে দিলোনা,
বউ দরজায় খিল এঁটে দিলো তাড়িয়ে

তারপর বোনের বাড়িতে তিন দিন থেকে গেল পরপারে

ডাক্তার বলল, দেখলে দুনিয়াতেই বউ-ছেলে চিনল না মানুষটারে
তাহলে হাসরের ময়দানে মানুষ ক্যামনে চিনবে মানুষেরে ?

লোকটি পঞ্চান্ন বছর বয়সী ঢাকা ফেরৎ একজন পোশাক শ্রমিক ছিলেন ।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২০ সকাল ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:



ডাক্তার বলছে, "হাসরের ময়দানে মানুষ কিভাবে চিনবে মানুষেরে", নাকি আপনি বলছেন?

০৭ ই মে, ২০২০ সকাল ১১:৫৬

সাইন বোর্ড বলেছেন: চোখ যদি পুরোটাই না গিয়ে থাকে তবে কিছু নিউজ পড়ার চেষ্টা করুন, অন্যদেরকে নিজের পাল্লায় না মেপে ।

২| ০৭ ই মে, ২০২০ দুপুর ১২:০০

চাঁদগাজী বলেছেন:


পোষ্ট তো আপনি লিখছেন, খবর জানার এতো দরকার কি? আপনার পোষ্টে আছে ডাক্তার বলেছে, আমি নিশ্চিত হতে চাচ্ছি মাত্র।

০৭ ই মে, ২০২০ দুপুর ১২:০৯

সাইন বোর্ড বলেছেন: তাহলে আমি যেটা লিখেছি, সেটা নিশ্চিৎ হয়েই লিখেছি, ঘটনাটি বাস্তব । ডাক্তার বলেছিল, রোগিকে প্রথম থেকেই চিকিৎসা দেওয়া উচিৎ ছিল, কিন্তু আপন জনরাও তাকে বাড়িতে আশ্রয় দেয়নি । আর এ জন্যেই হয়ত উনি বর্তমান অবস্থার সাথে হাসরের দিনের তুলনা কেরেছেন ।

ধন্যবাদ ।

৩| ০৭ ই মে, ২০২০ দুপুর ১২:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনি সিউর, ডাক্তার হাসরের ময়দানের কথা বলেছেন?

০৭ ই মে, ২০২০ দুপুর ১২:২৭

সাইন বোর্ড বলেছেন: আপনার কি ধারণা বাংলাদেশের সব ডাক্তার আপনার মতো পথভ্রষ্ট নাস্তিক ?

নিচের লিংকে যানঃ

https://www.bd-pratidin.com/country/2020/05/07/527867

৪| ০৭ ই মে, ২০২০ দুপুর ১২:২৯

চাঁদগাজী বলেছেন:


আমি কি নাস্তিক, আপনার সাথে এটা নিয়ে আলাপ করেছিলাম?

০৭ ই মে, ২০২০ দুপুর ১২:৩২

সাইন বোর্ড বলেছেন: আপনি যে আস্তিক, তারই বা প্রমাণ কি ?

৫| ০৭ ই মে, ২০২০ দুপুর ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:


আমি যে আস্তিক উহার প্রমাণ কার কাছে দিতে হবে, এবং কেন?

০৭ ই মে, ২০২০ দুপুর ১২:৪২

সাইন বোর্ড বলেছেন: বুঝতে পারছি, ইস্ক্রুপ পুরোটাই গেছে । ধন্যবাদ ।

৬| ০৭ ই মে, ২০২০ দুপুর ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:


ভালো থাকেন, কিছুদিন আপনার পোষ্ট পড়া হয়নি, আজকে দেখে গেলাম।

০৭ ই মে, ২০২০ দুপুর ১২:৫১

সাইন বোর্ড বলেছেন: আপনিও ভাল থাকুন ।

৭| ০৭ ই মে, ২০২০ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: পাপ পূন্যের ভয় নেই আমার। নেই ভয় পরকালের।

০৮ ই মে, ২০২০ বিকাল ৪:৫১

সাইন বোর্ড বলেছেন: সব কিছুতে নিজে সৎ থাকতে পারলে ভয় পাবার কোন কারণ নেই । ধন্যবাদ ।

৮| ০৭ ই মে, ২০২০ দুপুর ২:২৮

নেওয়াজ আলি বলেছেন: এইসব খবর প্রতিদিন পেপারে এবং ন্যাটে আসতেছে।

০৮ ই মে, ২০২০ বিকাল ৪:৫৩

সাইন বোর্ড বলেছেন: খুব ভয়ংকর অবস্থা, ইচ্ছে করলেও কিছু পিকচার, নিউজ এড়ানো যাচ্ছে না । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.