নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

সতীন ও সংকেত

০৯ ই মে, ২০২০ সকাল ১১:১৪


# সতীন

তুমি জানো, আমার দ্বিতীয় কোন প্রেমিকা নেই, তবু
তুমি সতীনের মতো আচরণ করছো...

কার সাথে ?

ইশারাই প্রায়'ই দেখিয়ে দিচ্ছো কালো ধতুরার ফল
সরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বলছো -
এটা খেয়ে নাও, খুব সুস্বাদু !

ইদানিং তুমি না অনেককে বোকা বানানোর চেষ্টা করছো

শোন, তুমি আর কারো সাথে সতীন সতীন খেল না
সবাই আকাশ থেকে বার্তা পেয়ে সচেতন হচ্ছে...

# সংকেত

তুমি ফুঁ দিয়ে উড়িয়ে দিচ্ছো কাগজের টুকরো
আমি ছাদে যাওয়ার আগেই থমথমে হাওয়া !

সম্ভবতঃ নিচের দিকে এখন আর কেউ তাকাচ্ছে না
তাই, বার্তাগুলো বৃষ্টিতে ভিজছে, মুছে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে...
আর আমিও বার বার ঘরে ফিরে আসছি

তোমার ফুঁ দেওয়া কাগজের টুকরো আমার কাছে পৌছাচ্ছে না ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২০ সকাল ১১:৫৭

নেওয়াজ আলি বলেছেন: অনন্য বুনন ।

০৯ ই মে, ২০২০ বিকাল ৪:২৯

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, ধন্যবাদ ।

২| ০৯ ই মে, ২০২০ দুপুর ১২:৫৫

রুদ্র নাহিদ বলেছেন: সব মেনে নেবে তাও ভাগ দেবে না...

০৯ ই মে, ২০২০ বিকাল ৪:২৯

সাইন বোর্ড বলেছেন: তাই তো, দেবেই বা কেন ? ধন্যবাদ ।

৩| ০৯ ই মে, ২০২০ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা গুলোতে বাএগ কম কিন্তু বাস্তব ঘেষা।

০৯ ই মে, ২০২০ বিকাল ৪:২৭

সাইন বোর্ড বলেছেন: 'বাএগ' বুঝলাম না । অবাস্তবে আবেগ আসে, আমি আবেগকে পাত্তা দিই না । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.