নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
শুনছি, ইদানিং তোমার মাথার ভেতরও নাকি অনেক পোকা,
শেয়ালের মুরগি চুরি দেখলে প্রায়'ই তুমি সহ্য করতে পারছো না
কাকের স্বাধীনতা
মগজের ভেতর কিলবিল করছে যন্ত্রনা
তখন হাড়কিপ্টে আকাশের কাছে দাওয়ায় না চেয়ে
চিকিৎসা নিচ্ছো ডান হাতের আঙুলে,
তুমি বুঝতে পারছো না তোমার ভেতরে বাহিরে অনেক সমস্য !
আচ্ছা, তোমার কাছাকাছি কি ইটের একটা দেয়ালও নেই ?
তিনবার মাথা ঠুকে রাতে স্বপ্ন দ্যাখো -
একটা সাদা ঘোড়ার পিঠে চেপে তুমি নিরুদ্দেশ,
চারিদিকে শুধু বড় বড় দালানকোঠা, সব অপরিচিত; কিন্তু মধ্য রাতে
কেউ ডিজিটাল নিরাপত্তা আইনে তোমাকে গ্রেফতার করছে না
কোন হাতকড়ার ভয় নেই, দিব্যি ঘুরে বেড়াচ্ছো তুমি
সকাল, দুপুর, বিকেল, রাত...
তোমার মাথাটা সত্যিই পরিষ্কার করা দরকার !
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:১৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
আজ আমিও একটা কবিতা লিখেছি। পড়ার আমন্ত্রন রইলো।