![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
যে তুমি ১০১টা নীল পদ্মে অভিযোগের দূর্গম পাহাড়
সে তোমাকে এক শিশি নেইলপলিশ দিয়ে ডিঙ্গিয়ে যাব বিশ্বচরাচর,
- সেটা আমি ভাবিনি । কারণ
পূর্ণিমাও একদিন পর হয়ে যায় ক্ষয়ে যাওয়া চাঁদ
আর তুমি টোলপড়া গালে প্রতিদিন হাসির ফোয়ারা;
আমি হিদেন, তোমাকে বাঁধা দেব আকাশের আরশিতে !
বসুন্ধরা, নিউ মার্কেট, গাউসিয়া বন্ধ রয়েছে তো কি হয়েছে ?
যাও রাপা প্লাজা, আড়ং, সেজান পয়েন্ট অথবা মৌচাক...
তোমার সৌন্দর্যের কাছে কাফনের কাপড় কিছু না !
আমি বরং বারান্দায় দাঁড়িয়ে থেকে টিসিবির গাড়ির অপেক্ষা করি,
যদি পঁচিশ টাকা দরে পিঁয়াজ পাওয়া যায়, তবে
কেজিতে বেঁচে যাবে পনের টাকা
তোমার সৌন্দর্য রক্ষায় খাওয়ারও মনে হয় কিছুটা ভূমিকা আছে ।
১৩ ই মে, ২০২০ দুপুর ২:৪৯
সাইন বোর্ড বলেছেন: কে শোনে কার কথা, সবাই যখন উপদেশ দাতা । তবে ঈদের কেনাকাটায় মহিলারাই সব চেয়ে বেশি বেপরোয়া ।
২| ১৩ ই মে, ২০২০ বিকাল ৪:৫০
ঢাবিয়ান বলেছেন: ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু ১৯ জনের, শনাক্ত ১১৬২ । আসলে এরা পত্রিকাও পড়ে না, জানেওনা মনে হয় করোনার ভয়াবহতার কথা। এই বাঙ্গালীদের কার্ফিউ ছাড়া ঘরে রাখা কঠিন।
১৪ ই মে, ২০২০ রাত ৮:৫৪
সাইন বোর্ড বলেছেন: এ জাতিকে সোজা পথে আনা এত সহজ না, বেঁচে থাকার চেয়ে পোশাকের দরকার ওদের বেশি ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ১৩ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৫১
নেওয়াজ আলি বলেছেন: আজকে মরণের রেকর্ড। বাধা না দিলে মরবে
১৪ ই মে, ২০২০ রাত ৮:৫৩
সাইন বোর্ড বলেছেন: এদেরকে বাঁধা দিয়ে কোন লাভ হবেনা, এরা যাবেই মার্কেটে ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ১৩ ই মে, ২০২০ রাত ৯:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: খুলে দাও দরজা
মৃত্যু আলিঙ্গনে বেকারার দল
ছুটছে দিগ্বিদিক
এ দোকান সে দোকান!
হায়! বদরুদ্দিন উমর - আজো বাঙারি বুঝলোনা আপনার লেখনির মাহাত্ব কথন!
আত্মঘাতি বাঙালী!
১৪ ই মে, ২০২০ রাত ৮:৫২
সাইন বোর্ড বলেছেন: এ জাতিকে সোজা পথে আনা এত সহজ না, বেঁচে থাকার চেয়ে পোশাকের দরকার ওদের বেশি ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৫| ১৮ ই মে, ২০২০ বিকাল ৪:৪১
আল-ইকরাম বলেছেন: ভাল লাগলো পড়ে। মজা পেলাম। শুভ কামনা অগনিত।
১৮ ই মে, ২০২০ বিকাল ৪:৪৩
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০২০ দুপুর ২:৪৫
রাজীব নুর বলেছেন: মানুষ সচেতন না। সমস্যা হলো যে সচেতন না শুধু সে মরবে না। সে আশে পাশের লোকজনকে আক্রান্ত করবে। জরিমানা করা উচিত। যে নিয়ম মানবে না তার জরিমানা হবে।