নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১/
মৃত্যুটা আগেও সহজ ছিল,
এখন আরো বেশি হয়েছে ।
একটুখানি গলাব্যথা । জ্বর । খুসখুসে কাশি । বুক ধড়ফড় । নিঃশ্বাসে সমস্যা ।
তারপর হঠাৎ করেই আকাশের তারা...
বেঁচে থাকাটা বরাবরই কঠিন ছিল,
এখন আরো বেশি হয়েছে ।
ঘরবন্দী জীবন । শূন্য পকেট । মধ্যবিত্ত লজ্জা । চাকুরিটা চলে যাবে । গ্রামে যেতে পারব না ।
তার মানে অন্ধকার ভবিষ্যৎ...
২//
একদিন মৃত্যুর জন্য প্রস্তুতি নিতেই হয়
কিন্তু তার আগেই যদি সব দেনা পরিশোধ করে দেওয়া যায়
তাহলে মুর্দাকে সামনে রেখে প্রিয়জনকে বলতে হয়না -
প্লিজ, আপনারা উনাকে মাফ করে দিবেন ।
অথচ আমার এখনো অনেক দেনা,
সেগুলো শুধু ভালোবাসার কিনা জানিনা, তবে
এই করোনাকালেও তা পরিশোধ করতে পারছি না ।
১৪ ই মে, ২০২০ রাত ৮:৪৯
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, শুভ রাত্রি ।
২| ১৪ ই মে, ২০২০ রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: আমার মরতে ইচ্ছে করে না।
১৪ ই মে, ২০২০ রাত ৮:৪৯
সাইন বোর্ড বলেছেন: মরতে আর কার ইচ্ছে করে বলুন ! আসলে সারাক্ষণ মৃত্যু ভাবনা মোটেই কাজের কথা নয়, কিন্তু কি করা যাবে, সময়টায় যে জীবন-মৃত্যু নিয়ে খেলা চলছে ।
ধন্যবাদ, শুভ রাত্রি ।
৩| ১৮ ই মে, ২০২০ বিকাল ৪:৩৮
আল-ইকরাম বলেছেন: অনেক ভাল লাগলো আপনার কবিতা। সময় উপযোগী ও বাস্তবতার নিরীক্ষে লেখা অনেক সুন্দর কিছু কথা। শুভ কামনা রইল।
১৮ ই মে, ২০২০ বিকাল ৪:৪৩
সাইন বোর্ড বলেছেন: আপনার ভাল লাগার অনুভূতি আমাকেও ছুঁয়ে গেল । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০২০ রাত ৮:৩৩
নেওয়াজ আলি বলেছেন: অনন্য