নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
দুই মাস পর সে এই প্রথম লকআউট হলো; কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে চাই তাজা মাছ, সিনার মাংস, দেশী মুরগি এবং টাটকা শাকসবজি, ফলমূল, ভিটামিন সি...
প্রথমে বাজারে গিয়ে অসংখ্য লোক দেখে নিজেকে তার বলদ'ই মনে হলো, ভাবল এতদিন বাসায় বসে থেকে কর্মহীন সময়টাকে সে শুধু অযথাই নষ্ট করেছে !
পরনে জিন্স প্যান্ট, চোখে সানগ্লাস, মুখে মাস্ক পরে সে এ-দোকান সে-দোকান ঘুরে ঘুরে শেষে তিন ব্যাগভর্তি বাজার নিয়ে বাসায় ফিরল । আর মনে মনে বলল, যাক বাবা বাঁচা গেল, ঈদের আগে তার আর কোন কেনাকাটা না করলেও চলবে, এখন নিশ্চিন্তে ঘুমানো যাবে । কিন্ত রাতে তার হঠাৎ'ই মনে হতে লাগল, গলার ভেতর কি তার একটু ব্যথা ব্যথা করছে ?
না না ওসব কিছুনা, সব মনের ভুল ।
সকালে সে একটা অনলাইন পেপার পড়ছিল - টানা দেড়মাস লকডাউনে থাকার পর এক মহিলা একদিন তার মেয়ের বাড়ি যাওয়ার পথে গাড়ী থেকে নেমে একবার ফল কিনেছিল । এর মাত্র পাঁচ দিন পর সে দুনিয়া ছেড়ে চলে গেছে ।
আমাদেরকে কেউ বোঝাচ্ছে না, আমরা নিজেরাই বুঝে নিচ্ছি , এক-দুবার বাইরে গেলেও আমাদের কিছু হবে না ।
১৮ ই মে, ২০২০ বিকাল ৪:৩৩
সাইন বোর্ড বলেছেন: কোন উপায় নেই, বাইরে যাওয়া একদম বন্ধ ।
২| ১৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:০১
মীর আবুল আল হাসিব বলেছেন: মাইর এর বিকল্প নেই।
যখন পাছা লাল হয়ে যাবে তখন কারো কিছু বলা লাগবে না; করোনার সময় পার হলেও বাঙালি বাসা থেকে বের হবে না।
১৮ ই মে, ২০২০ বিকাল ৪:৩৪
সাইন বোর্ড বলেছেন: শুরুটা সেভাবেই করা হয়েছিল, কিন্ত সেটাকে অব্যাহত না রাখার কারণেই আজ করোনা মহামারির দিকে যাচ্ছে দেশ...।
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৩| ১৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
নেওয়াজ আলি বলেছেন: ষোল জন আজ মরছে । তবুও ডর ভয় কিছুই নেই ।
১৮ ই মে, ২০২০ বিকাল ৪:৩৬
সাইন বোর্ড বলেছেন: শুরুতে যেভাবে কঠোরতা দেখানো হয়েছিল, পরে সব কিছু লকআউট করে দেওয়ার ফলেই দেশ আজ করোনা মহামারির দিকে যাচ্ছে... ।
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৪| ১৬ ই মে, ২০২০ রাত ৮:৪৭
ভুয়া মফিজ বলেছেন: দেশের করোনা পরিস্থিতি নিয়ে আসলে বলার মতো কিছু নাই........আল্লাহ ভরসা ছাড়া।
১৮ ই মে, ২০২০ বিকাল ৪:৩৮
সাইন বোর্ড বলেছেন: এটাই শেষ শান্তনা, আল্লাহ'ই আমাদের একমাত্র শেষ ভরসা ।
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০২০ বিকাল ৫:৫২
রাজীব নুর বলেছেন: সবই তো বুঝেন।
এখন উপায়?